বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে বাস্তবায়নাধীন চার বছর মেয়াদি ‘বিআরআরআই সাপোর্ট টু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট র‌্যাপিড সাইকেল জেনোমিক সিলেকশন (আরসিজিএস)’ প্রকল্পে তিন ক্যাটাগরির পদে ১৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি

১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা, (প্রকল্প ব্যবস্থাপনা)-১ এবং উদ্ভিদ প্রজনন, ব্রি, গাজীপুর-৩

পদসংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

বয়স: ৩২ বছর; অভিজ্ঞতাসম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথীলযোগ্য।

বেতন–ভাতা: সাকল্যে মাসিক বেতন ৫০,০০০ টাকা। এ ছাড়া বছরে সাকল্যে বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং শতকরা ২০ ভাগের সমমান একটি বৈশাখী ভাতা দেওয়া হবে।

২. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী, উদ্ভিদ প্রজনন, ব্রি, গাজীপুর-৩ এবং আঞ্চলিক কার্যালয়–১১

পদসংখ্যা: ১৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কৃষিতে অন্যূন তিন বা চার বছর মেয়াদি ডিপ্লোমা। শিক্ষা জীবনে সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগবা বি-গ্রেড থাকতে হবে।

বয়স: ৩২ বছর; অভিজ্ঞতাসম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথীলযোগ্য।

বেতন-ভাতা: সাকল্যে মাসিক বেতন ২৮,০০০ টাকা। এ ছাড়া বছরে সাকল্যে বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং শতকরা ২০ ভাগের সমমান একটি বৈশাখী ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর–১

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে থেকে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি। শিক্ষা জীবনে সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

বয়স: ৩২ বছর; অভিজ্ঞতাসম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথীলযোগ্য।

বেতন-ভাতা: সাকল্যে মাসিক বেতন ৩২,০০০ টাকা। এ ছাড়া বছরে সাকল্যে বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং শতকরা ২০ ভাগের সমমান একটি বৈশাখী ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্বামী ও বর্তমান ঠিকানা, ই–মেইল (আবশ্যক), মোবাইল/ টেলিফোন নম্বর (যদি থাকে), জন্ম তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পাসের বিভাগ/শ্রেণি/জিপিএ, বছর উল্লেখ করে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপি, প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখ করে নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি ও প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবিসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রে ও খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের অনুকূলে অফেরৎযোগ্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১।

আবেদনপত্র অবশ্যই মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১–এর বরাবর

আবেদনের শেষ সময়: আগামী ১২ ডিসেম্বর, ২০২৪।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact