ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পদে ৯ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

১. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর)

পদসংখ্যা: ৯

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ইন্টারন্যাশনাল রিলেশনস/অর্থনীতি/আইন/মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এইচআর/ম্যানেজমেন্ট/এমআইএস/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ ও ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন, বছরে দুই মাসের মূল বেতনের সমান মেডিকেল ভাতা ও যাতায়াত ভাতার সুযোগ আছে।

ডিপিডিসি আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর ও শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

ডিপিডিসি আবেদন ফি

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১,৫০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

ডিপিডিসি আবেদনের সময়সীমা

২৬ জানুয়ারি ২০২৫।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact