বাংলালিংক নাম্বার চেক

বাংলালিংক নাম্বার চেক

বাংলালিংক বাংলাদেশের অন্যতম একটি মোবাইল সেবা দানকারী প্রতিষ্টান। বাংলাদেশের অনেক লোক বাংলালিংক এর সিম ব্যবহার করে থাকে।মোবাইল ব্যবহারকারীদের কিছু না কিছু অপারেটর ভিত্তিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কোড জেনে রাখতে হয়। যেমন : ব্যালান্স চেক, ইন্টারনেট চেক, মিনিট চেক, এসএমএস চেক, আরো অনেক শর্ট কোড।

Banglalink number check code

 

অনেক সময় আমাদের নিজের কিংবা অন্যের ফোন সিম নাম্বার দেখার প্রয়োজন হয় । সহজ একটা কোড ডায়াল করে আমরা ফোন সিম নাম্বার জানতে পারি।

USSD কোডের মাধ্যমে বাংলালিংক নাম্বার চেক

  • আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটি খুলুন।
  • ডায়াল করুন *511#।
  • কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল স্ক্রিনে আপনার নম্বরটি প্রদর্শিত হবে।

আপনি চাইলে *666# ডায়াল করেও আপনার বাংলালিংক নাম্বার জানতে পারবেন।

SMS এর মাধ্যমে বাংলালিংক নাম্বার চেক

বাংলালিংক ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে নিজেদের নাম্বার সহজেই জানতে পারেন। এ জন্য নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করুন:

  • MYNO লিখে 7678 এ এসএমএস পাঠালে আপনার নাম্বারটি জানতে পারবেন।

     

    মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক নাম্বার চেক

    বাংলালিংক নাম্বার চেক

    মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনি আপনার নম্বর সহ অন্যান্য সেবা সম্পর্কেও জানতে পারবেন। এই পদ্ধতিতে:

    • আপনার স্মার্টফোনে মাই বাংলালিংক অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন (গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে)।
    • অ্যাপটি চালু করে আপনার বাংলালিংক নম্বর দিয়ে সাইন ইন করুন।
    • হোম স্ক্রিনেই আপনার নাম্বারটি দেখতে পাবেন।
    কাস্টমার কেয়ারের মাধ্যমে বাংলালিংক নাম্বার চেক

    যদি উপরের পদ্ধতিগুলোর কোনটিই কাজ না করে, তবে আপনি সরাসরি বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন:

    • আপনার মোবাইল থেকে 121 নম্বরে কল করুন।
    • কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলে আপনার নাম্বার জানতে পারেন।

     

চলুন এছাড়া বাংলালিংক এর আরো কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোড আমরা জেনে নিই।

বাংলালিংক ব্যালান্স চেক কোড

বাংলালিংক মোবাইল ব্যালান্স চেক কোড

Mobile Balance check: *124#

বাংলালিংক ইন্টারনেট ব্যালান্স চেক কোড

Internet Balance check, dial 5000500# or 1243#

বাংলালিংক মিনিট চেক কোড

Minute Check: 1242#

বাংলালিংক এসএমএস চেক কোড

SMS Pack Check: *1243# MMS Check: 1242#

এছাড়া যেন কিছু জানা কিংবা সমস্যা সমাধানের জন্য আমরা কাস্টমার কেয়ার এ যোগাযোগ করে থাকে।
এ কারণে চলুন আমরা কাস্টমার কেয়ার এর ফোন নম্বরগুলো জেনে নিই।

বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর

Banglalink Customer Care Number: ১২১ [শুধু বাংলালিংক থেকে কল করা যাবে]

বাংলালিংক অফিসিয়াল ওয়েবসাইট: www.banglalink.net

বাংলালিংক এর বিভিন্ন অফার দেখতে এখানে ভিসিট করুন …

1 Comment

  • Anonymous

    2 years ago / April 23, 2023 @ 11:33 pm

    “Sohobangla.com” একটি প্রযুক্তি তথ্যের বাংলা প্লাটফর্ম। এখানে বিশ্বের প্রযুক্তি সম্পৃক্ত সকল জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। “সহবাংলা ডটকম” এর লক্ষ্য সবার মাঝে প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেয়া। Sohobangla একটি পেশাদার সংবাদ, শিক্ষা, প্রযুক্তি প্ল্যাটফর্ম। এখানে আমরা আপনাকে শুধুমাত্র আকর্ষণীয় সামগ্রী প্রদান করব, যা আপনি খুব পছন্দ করবেন। নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তি বিষয়ক নিবন্ধ, অনলাইন আয় এবং সংবাদের উপর ফোকাস সহ আমরা আপনাকে সর্বোত্তম সংবাদ, শিক্ষা, প্রযুক্তি প্রদান করতে নিবেদিত। আমরা সংবাদ, শিক্ষা, প্রযুক্তির প্রতি আমাদের আবেগকে একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইটে পরিণত করার জন্য কাজ করছি। আমরা আশা করি আপনি আমাদের সংবাদ, শিক্ষা, প্রযুক্তি যতটা উপভোগ করবেন ততটা উপভোগ করবেন যতটা আমরা আপনাকে অফার করছি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান ধরনের ঘটনা। আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যেতে হলে নতুন নতুন সব উদ্ভাবন ও আবিষ্কারের সাথে পরিচিত থাকা এখন সময়ের দাবী। সহবাংলা ডটকম এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি জায়গায় বিজ্ঞান ও প্রযুক্তির আলো পৌঁছে দেয়া, যাতে সবাই মিলে আরও সুন্দর একটি ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি।

    sohobangla.com

Comments are closed.

Related Post

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact