শিশুর কাশি হলে করণীয় কি ?
শিশুর সর্দি কাশির সমস্যায় প্রাথমিক অবস্থায় ঘরেই বাড়তি যত্ন নিলে এবং কিছু সতর্কতা মেনে চললে বড় কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো যায়। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে শিশুর স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
child cough
SkyFly Answered question July 24, 2025
কাশি থেকে কফ পরিষ্কার করার বিভিন্ন উপায় রয়েছে:
- প্রচুর পরিমাণে তরল পান করে হাইড্রেটেড থাকুন
- একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন বা বাষ্পযুক্ত ঝরনা নিন
- কফের ওষুধ বা ঘরোয়া প্রতিকার যেমন মধু বা আদা ব্যবহার করে দেখুন
- নিয়ন্ত্রিত কাশি বা বুকের ফিজিওথেরাপি কৌশল অনুশীলন করুন
- শ্লেষ্মা আলগা করতে হালকা ব্যায়াম করুন
SkyFly Answered question July 24, 2025
-শিশু বয়সের বেশির ভাগ কাশি ভাইরাসজনিত। আপনাআপনি সেরে যায়। কখনো বা দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। চিকিৎসক ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ মনে না করলে অ্যান্টিবায়োটিক দেন না।
-বাজার থেকে কেনা কফ-কাশির সিরাপ মেডিসিন নিতান্ত অপ্রয়োজনীয়। বিশেষ করে ছয় বছর বয়সের কম বয়সী শিশুর ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ।
-গরম পানির ধোঁয়া বা ভাপ নেওয়া।
-নিরাপদ উপায়ে কাশির প্রশমন যেমন শিশুকে লেবুমিশ্রিত পানি, হালকা চা, তুলসীপাতার রস, মধু—এসব খাওয়ানো।
SkyFly Answered question July 21, 2025
সর্দি-কাশি থেকে শিশুকে মুক্তি দিতে যেসব ঘরোয়া চিকিৎসা মেনে চলবেন
- শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করুন।
- পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের ব্যবস্থা করুন।
- হালকা গরম পানি দিয়ে শরীর স্পঞ্জ করান।
- বুকের দুধ এবং তরল পানীয় পান করান।
- ১ বছরের বেশি বয়সী শিশুদের স্যুপ খাওয়ান।
- ২ বছরের বেশি বয়সী বাচ্চাদের ১ থেকে ২ গ্লাস কমলালেবুর রস পান করান।
SkyFly Answered question July 21, 2025