ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় কি ?

407 views
0

ডায়াবেটিস পুরোপুরি সারানো যায় না, তবে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখলে একজন মানুষ স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় কি

diabetes symptoms
diabetes symptoms

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান, ও নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

Anonymous Answered question October 1, 2025
0
Anonymous 0 Comments

ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়সমূহ:

১. খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ

* অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে।
* ভাত, রুটি, আলু ইত্যাদি কার্বোহাইড্রেট সীমিত খেতে হবে।
* আঁশযুক্ত খাবার (শাকসবজি, সালাদ, ডাল, ফল) বেশি খাওয়া উচিত।
* চর্বি ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলা ভালো।
* নির্দিষ্ট সময় মেনে খাবার খাওয়া জরুরি।

২. নিয়মিত ব্যায়াম

* প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা উচিত।
* শরীরচর্চা রক্তে গ্লুকোজ কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।

৩. ওষুধ ও ইনসুলিন

* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ বা ইনসুলিন নিতে হবে।
* নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ বা পরিবর্তন করা উচিত নয়।

Anonymous Answered question October 1, 2025
Write your answer.
Close
JOBS
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact