বিদেশি স্কলারশিপ সার্কুলার
বিদেশি স্কলারশিপ হলো এমন আর্থিক সহায়তা বা বৃত্তি, যা বিদেশের বিশ্ববিদ্যালয়, সরকার বা সংগঠন উচ্চশিক্ষা গ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের প্রদান করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি, আবাসন, ভিসা ও জীবনযাপন খরচের সাহায্য পায়।
Foreign scholarship circular
হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ অর্থায়নে ডক্টরালের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আংশিক টিউশন ফি স্কলারশিপ প্রদান করবে।
স্কলারশিপটি শিক্ষার্থীদের টিউশন ফির একটি বড় অংশ ও মাসিক ভাতা প্রদান করবে। স্নাতক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চার হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে, যা টিউশন ফির ৫০ শতাংশ পর্যন্ত কাভার করবে। স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ থেকে ১ হাজার ইউরো ভাতা পাবেন। অন্যদিকে পিএইচডি শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ টিউশন ফি মওকুফের পাশাপাশি প্রতি মাসে ১ হাজার ৮৮০ ইউরো পাবেন।
যে বিষয়ে আবেদন করা যাবে
বিশ্ববিদ্যালয়ের ৫০টি বিভাগের মধ্যে কিছু জনপ্রিয় বিভাগ হলো—
– কগনিটিভ সায়েন্স
– ইকোনমিকস অ্যান্ড বিজনেস
– এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড পলিসি
– জেন্ডার স্টাডিজ
– ইন্টারন্যাশনাল রিলেশনস
– লিগ্যাল স্টাডিজ
– নেটওয়ার্ক অ্যান্ড ডেটা সায়েন্স
– পলিটিক্যাল সায়েন্স
– পাবলিক পলিসি
– সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান
আবেদনের যোগ্যতা
– যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
– স্নাতক প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ থাকতে হবে।
– মাস্টার্সের জন্য ব্যাচেলর ডিগ্রি ও পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি আবশ্যক।
– সর্বশেষ ডিগ্রি ইংরেজিতে সম্পন্ন হলে আইইএলটিএস বা টোয়েফল লাগবে না, তবে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে।
– ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।
যা যা লাগবে
– সিভি বা রিজিউম
– পাসপোর্টের তথ্য
– একাডেমিক রেকর্ড বা সনদ
– মেডিকেল সার্টিফিকেট
– মোটিভেশন লেটার
– রিকমেন্ডেশন লেটার
– জিআরই বা জিম্যাট স্কোর (যদি প্রয়োজন হয়)
– সম্পূর্ণ অনলাইন আবেদন ফরম
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আলাদা আবেদন প্রয়োজন নেই, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। বিশ্বমানের শিক্ষা গ্রহণ ও ইউরোপে পড়াশোনার স্বপ্ন পূরণের এটি একটি বড় সুযোগ। তবে এই স্কলারশিপ এমবিএ প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়। ওয়েবসাইট:
গুরুত্বপূর্ণ সময়সীমা
ব্যাচেলরস ও মাস্টার্স (রাউন্ড ১): ১৫ অক্টোবর ২০২৫
ব্যাচেলরস ও মাস্টার্স (রাউন্ড ২): ৪ ফেব্রুয়ারি ২০২৬
পিএইচডি প্রোগ্রাম: ৪ ফেব্রুয়ারি ২০২৬
কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদনের প্রক্রিয়া শুরু করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় কাতারের রাজধানী দোহার এডুকেশন সিটিতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এটি কাতার ন্যাশনাল ভিশন-২০৩০ বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবনী গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য থাকবে সাড়ে ৭ হাজার কাতারি রিয়াল (২ লাখ ৫২ হাজার টাকা) দেওয়া হবেছবি: সংগৃহীত
আর্থিক সুবিধা
হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য থাকবে সাড়ে ৭ হাজার কাতারি রিয়াল (২ লাখ ৫২ হাজার টাকা) দেওয়া হবে।
বিভিন্ন সুবিধা
১. হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২. শিক্ষার্থীর একাডেমিক কোর্স কারিকুলাম ইংরেজি ভাষার হলে আইইএলটিএসের প্রয়োজন নেই।
৩. শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে।
পড়ার ক্ষেত্রগুলো
এসব কলেজের প্রতিটির অধীনে একাধিক বিভাগ রয়েছে। শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী পছন্দের বিভাগে আবেদন করতে পারবেন।
১. কলেজ অব ইসলামিক স্টাডিজ
২. কলেজ অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স
৩. কলেজ অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
৪. কলেজ অব ল
৫. কলেজ অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স
৬. কলেজ অব পাবলিক পলিসি
৭. কলেজ অব ইকনোমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট।
নির্বাচিত শিক্ষার্থীরা হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেনছবি: সংগৃহীত
আবেদনের যোগ্যতা
প্রতিটি প্রোগ্রামে আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন। আগ্রহী প্রার্থীরা আবেদনের অফিশিয়াল লিংক থেকে বিভাগ অনুযায়ী আবেদনের যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এই https://www.hbku.edu.qa গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি, ২০২৬।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://www.hbku.edu.qa