কোনও মাসে পিরিয়ড না-হলে তাঁকে প্রেগনেন্সির লক্ষণ মনে করে থাকেন অধিকাংশ বিবাহিত মহিলাই। কিন্তু পিরিয়ড মিস হওয়াই গর্ভধারণের একমাত্র লক্ষণ নয়। দেখা গিয়েছে, পিরিয়ড নিয়মিত হওয়া সত্ত্বেও গর্ভধারণ করেছেন অনেক মহিলা। পিরিয়ড ছাড়াও নানা শারীরবৃত্তিয় ঘটনা রয়েছে যা গর্ভধারণের দিকে ইঙ্গিত দিয়ে থাকে।
Pregnancy symptoms
গর্ভাবস্থায়, মহিলাদের বিভিন্ন হরমোনের পরিবর্তন হয়। প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ঘন ঘন প্রস্রাব এবং ক্লান্তি। প্রাথমিক দিনগুলিতে, ডিম্বাণু শুক্রাণুর সাথে নিষিক্ত হয়, যার ফলে রক্তপাত এবং পেটে ব্যথার মতো লক্ষণ দেখা দেয়।
Anonymous Answered question 4 days ago
পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ:
কিছু মহিলাদের প্রেগনেন্সি টেস্ট করার আগেই সব ধরনের লক্ষণ শুরু হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে অল্প বা কোনো লক্ষণই দেখা যায় না। সাধারণ লক্ষণগুলো হলো –
- পিরিয়ড মিস হওয়া
- ক্লান্তি/অবসাদ বোধ করা
- ব্যাসাল বডির(Basal body) তাপমাত্রা বেড়ে যাওয়া
- স্তনের পরিবর্তন (বড় হয়ে যাওয়া বা অন্যরকম বোধ করা)
- খুব অল্প পরিমাণে রক্তক্ষরণ (ইমপ্লান্টেশেনের কারণে)
- সার্ভিকাল শ্লেষ্মার (Mucus) পরিবর্তন
- ঘন ঘন প্রস্রাবের বেগ
- মেজাজ পরিবর্তন
- পেট ফুলে যাওয়া
- বুক জ্বালাপোড়া করা
- সকালে বমি বমি ভাব বা বমি হওয়া (মর্নিং সিকনেস)
- খাবারে অনীহা
- অতিরিক্ত লালা তৈরি হওয়া
SkyFly Answered question July 13, 2025