ক্রোম ব্রাউজারে কিভাবে পাসওয়ার্ড সেভ করবেন

288 views
0

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ও ইউজার মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখা জরুরি। গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য নিরাপদে সংরক্ষণ করা যায়। এর ফলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে থাকা অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড কাজে লাগিয়ে পরে নির্দিষ্ট ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করা সম্ভব।

save password on chrome

 

গুগল পাসওয়ার্ড ম্যানেজারে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড যোগ করার জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ব্রাউজারের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ক্লিক করে ‘অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডস’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ডানদিকে থাকা ‘গুগল পাসওয়ার্ড ম্যানেজার’ ট্যাব নির্বাচন করে পরের পৃষ্ঠার বাঁয়ে থাকা পাসওয়ার্ডস অপশনে ক্লিক করতে হবে। এবার ‘অ্যাড’ অপশনে ক্লিক করার পর ওয়েবসাইটের নাম, ইউজার নেম ও পাসওয়ার্ড লিখে ‘সেভ’ বাটনে ক্লিক করতে হবে।

SkyFly Changed status to publish July 13, 2025
Write your answer.
Close
JOBS
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact