গর্ভাবস্থায় সহবাসের নিয়ম কি ?
গর্ভাবস্থায় সহবাস কি নিরাপদ? গর্ভাবস্থায় সহবাস করা যায় কি ? ধর্মীয় ও ডাক্তারী দৃষ্টি কোন থেকে গর্ভাবস্থায় সহবাসের নিয়ম কি ?
sexual activity during pregnancy
আপনার মতামত বা আইডিয়া শেয়ার করুন
বর্তমানে ডাক্তাররা গর্ভবতী নারীদের উদ্দেশ্যে বলে থাকে যে, গর্ভ ধারণের ১ম তিন মাস এবং শেষ তিন মাস স্বামী সহবাস করা ঠিক নয়। এ সময় বাম কাত হয়ে শুলে গর্ভস্থ সন্তান ভালো থাকে, গর্ভাশয়ে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয়। এ ছাড়াও এ সময় দূরে সফর করা এবং ভারি কাজ করা উচিৎ নয়। তাছাড়া মান সম্মত পুষ্টিকর খাবার খেলে প্রসূতি মা ও গর্ভস্থ সন্তান ভালো থাকে ইত্যাদি।
গর্ভাবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যাবে তা নির্ভর করে মায়ের শারীরিক অবস্থা এবং গর্ভধারণের ধরনের ওপর, তবে সাধারণভাবে গর্ভাবস্থার পুরো সময়জুড়েই সহবাস করা সম্ভব, যদি না কোনো চিকিৎসাগত জটিলতা থাকে বা ডাক্তার নিষেধ করেন। কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন গর্ভপাতের ঝুঁকি থাকলে বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে গর্ভাবস্থার কোনো পর্যায়ে সহবাস না করার পরামর্শ দেওয়া হতে পারে।
গর্ভাবস্থায় সহবাস সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে এটি করা উচিত নয়। সহবাসের সময় যদি কোনো ব্যথা, রক্তপাত বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।