প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিষয়গুলোর সাপ্তাহিক পিরিয়ড, নম্বরবিন্যাস ও সিলেবাস প্রকাশ করা হয়েছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি গতকাল বুধবার কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সব প্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে।
প্রি-ভোকেশনাল নম্বরবিন্যাস ও সিলেবাস
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৩৩ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি পিরিয়ডের সময় হবে ৪৫ মিনিট, প্রতিদিন সর্বোচ্চ ৭ পিরিয়ড ক্লাস হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ বোর্ডের আওতাধীন প্রি–ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিষয়গুলোর সাপ্তাহিক পিরিয়ড ও নম্বরবিন্যাস করা হয়েছে। প্রি–ভোকেশনাল শিক্ষাক্রমের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৩৩ পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে প্রতি শিক্ষাবর্ষের প্রাতিষ্ঠানিক সময় ৩৬ কার্য সপ্তাহ। প্রতি সপ্তাহ হবে পাঁচ দিনের ও প্রতিদিন সর্বোচ্চ সাত পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। এসব শ্রেণির প্রতি ক্লাসের সময় হবে ৪৫ মিনিট। কর্মমুখী প্রকৌশল শিক্ষা বিষয়ের ক্ষেত্রে ব্যবহারিক ক্লাস (৩ পিরিয়ড) একত্রে অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় অনুসন্ধানমূলক কাজগুলো প্রয়োজনে ব্যবহারিক ক্লাসে সম্পন্ন করতে পারবে।