ডায়াবেটিসের লক্ষণ গুলি কি কি ?

373 views
0

ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদি বিপাকে ত্রুটিজনিত রোগ। আমরা সারা দিন যেসব খাবার খাই তা পরিপাকের পর অধিকাংশই গ্লুকোজ হিসেবে রক্তে মিশে যায়।  দেহকোষ গুলো আমাদের শরীরে শক্তি ও তাপ উৎপাদনের জন্য এই গ্লুকোজ গ্রহণ করে, আর এই কাজটি সম্পাদনের জন্য দেহকোষগুলোকে নির্ভর করতে হয় ইনসুলিন নামক এক প্রকার হরমোনের ওপর যা অগ্ন্যাশয় থেকে নিসৃত হয়।

Diabetes symptoms

diabetes symptoms
diabetes symptoms

ডায়াবেটিস হলে অগ্ন্যাশয় থেকে এই ইনসুলিন নিঃসরণে ব্যাঘাত ঘটে বা কম নিঃসৃত হয় অথবা অকার্যকর হওয়ায় কোষে গ্লুকোজের ঘাটতি ঘটে এবং রক্তে গ্লুকোজ বেড়ে যায়। এই অবস্থাকেই ডায়াবেটিস বলে।

Anonymous Answered question October 1, 2025
0
Anonymous 0 Comments

ডায়াবেটিসের প্রাথমিক ও সাধারণ কিছু লক্ষণ থাকে, যেগুলো লক্ষ্য করলে দ্রুত পরীক্ষা করা প্রয়োজন।

ডায়াবেটিসের সাধারণ লক্ষণসমূহ:

1. বারবার প্রস্রাব হওয়া
2. অতিরিক্ত পিপাসা লাগা
3. অতিরিক্ত ক্ষুধা পাওয়া
4. অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া
5. অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া / দুর্বলতা অনুভব করা
6. দৃষ্টি ঝাপসা হওয়া
7. ক্ষত বা কাটা ধীরে সেরে ওঠা
8. ত্বকে চুলকানি হওয়া
9. হাত-পা অবশ বা ঝিনঝিন করা
10. ঘন ঘন সংক্রমণ হওয়া (মূত্রনালী, ত্বক, দাঁত-মাড়ি ইত্যাদিতে)

অনেক সময় প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ স্পষ্ট নাও থাকতে পারে, তাই ৪০ বছরের বেশি বয়স হলে নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।

Anonymous Answered question October 1, 2025
Write your answer.
Close
JOBS
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact