রবি ইন্টারনেট সেটিং

258 views
0

আমরা যখন প্রথম বার ইন্টারনেট একটিভ করি তখন অটোমেটিক্যালি ওই ফোন কোম্পানির সেটিং আমাদের ফোন এ সেভ হয়ে যায় ।বর্তমানে প্রায় সবাই এন্ড্রোইড স্মার্ট ফোন ব্যবহার করে । আর অধিকাংশ ফোনগুলো সিম ইন্সার্ট করার সাথে সাথে ইন্টারনেট সেটিং টা ও অটো সেভ করে থাকে।

Robi Internet Setting

তারপর ও মাঝে মাঝে দেখা যায় ইন্টারনেট সেটিংস টা কাজ করে না । তখন সেটটিংসটা রিস্টোর করতে হয় কিংবা রিমুভ করে আবার নতুন করে সেটিং করতে হয়।আবার ডুয়াল সিম এর হ্যান্ডসেট এ সিম স্লট থেকে সিম এক্সচেঞ্জ করলে ও ইন্টারনেট সেটিং টা করে নিতে হয়।আরো অনেক কারণে ইন্টারনেট সেটিং বার বার করতে হয় যেমন : হ্যান্ডসেট ফরমেট করলে , ভুলে সেটিং রিমুভ হলে , অটো সেটিং না হলে অথবা ইন্টারনেট বার বার ড্রপ হলে।এই সমস্ত কারণে আমরা যদি ইন্টারনেট সেটিং এর ম্যানুয়াল সিস্টেম টা জানি তা হলে আমাদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।

রবি 4g সেটিং

  1. আপনার ফোন থেকে “START” লিখে ৮৪৩৩ নম্বরে এসএমএস পাঠান।
  2. কিছুক্ষণের মধ্যে রবি থেকে ইন্টারনেট সেটিংসের একটি এসএমএস পাবেন।
  3. সেটিংসটি ইনস্টল করুন এবং ডিফল্ট হিসেবে সেভ করুন।
  4. ফোন রিস্টার্ট করুন।

রবি ইন্টারনেট ম্যানুয়াল সেটিংস

-আপনার হ্যান্ডসেট এর সেটিংস অপসন এ যান ।
-এখন আপনার হ্যান্ডসেট এর সেটিংস থেকে “Access Point Name ” এই অপসন টি খুঁজে বের করুন।
এই অপসন টি, মডেল এবং অপারেটিং সিস্টেমভেদে, “More -more setting , internet , internet setting , mobile network , GPRS ইত্যাদি অপসন এর অন্তর্ভুক্ত হতে পারে।
-Access Point Name এ ক্লিক করলে একটা নতুন স্ক্রিন আসবে।স্ক্রিন এর প্রথমে থাকতে পারে “Name ” , ওইখানে ক্লিক করে আপনি যেকোনো একটা নাম বসাতে পারেন।তবে সাধারণত সবাই সিম অপারেটরের নাম বসায়।স্ক্রিন এর দ্বিতীয় স্তরে থাকবে “APN ” , ওইখানে আপনি “internet ” এই ওয়ার্ড টা লিখে দেবেন।মূলত internet টাই হচ্ছে রবির এক্সেস পয়েন্ট নেইম বা APN ।
-এইবার আপনি সেটটিংসটা সেভ করুন।

সেটিংস সেভ করার পর ডেটা চালু করুন এবং ব্রাউজিং শুরু করুন।

রবি কাস্টমার কেয়ারের মাধ্যমে ইন্টারনেট সেটিং

  • কাস্টমার কেয়ারে কল করুন ১২১ নম্বরে।
  • এজেন্টের সাথে কথা বলে আপনার ফোনের মডেলের জন্য সঠিক ইন্টারনেট সেটিংস চেয়ে নিন।

রবি অ্যাপের মাধ্যমে ইন্টারনেট সেটিং

রবি সেবা অ্যাপ ব্যবহার করেও ইন্টারনেট সেটিংস চেক করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করতে এই লিঙ্কে যান।

সমস্যা হলে করণীয়
  • ফোন রিস্টার্ট করুন।
  • ডেটা কানেকশন চালু করুন।
  • মোবাইল নেটওয়ার্ক সেটিংসে 4G/3G/2G Auto সিলেক্ট করুন।
  • সমস্যা স্থায়ী হলে নিকটস্থ রবি কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন।

এতে সহজেই আপনার ডিভাইস ইন্টারনেট চালানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।

SkyFly Changed status to publish October 4, 2025

[…] Source link […]

0
Anonymous 0 Comments

রবি থেকে SMS বা USSD কোড দিয়ে অটোমেটিক সেটিংস পেতে পারেন। উদাহরণস্বরূপ: *140*7*1#

Anonymous Answered question September 21, 2025
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Write your answer.
Close
JOBS
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact