টিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি

New

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সম্প্রতি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ৬ পদে মোট ২২ জনকে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

TCB job circular

পদের নাম ও পদসংখ্যা

১. সহকারী পরিচালক
পদের সংখ্যা: ৭
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

২. কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ২
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৭
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৬. গাড়ি চালক (ড্রাইভার)
পদের সংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

আবেদনের বয়স ও অন্যান্য তথ্য

আবেদনকারীর বয়স ১/০৫/২০২৫ সালে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৫ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

*সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

*সব চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

*নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও প্রচলিত কোটাপদ্ধতি অনুসরণ করা হবে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা–ও অনুসরণ করা হবে।

*মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স/প্রশিক্ষণের সনদপত্র/অভিজ্ঞতার সনদপত্রসহ) জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরমসহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এ ছাড়া প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং আবেদনকারী কোনো কোটার দাবিদার হলে দাবির সমর্থনে সরকারের সর্বশেষ জারি করা নীতিমালা অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

আবেদন পূরণের নিয়মাবলি ও শর্তাবলি

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://tcb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে ১২ মে সকাল ১০টায় শুরু হয়েছে।

আবেদন জমাদানের শেষ দিন

আবেদনপত্র জমাদানের শেষ দিন আগামী ২ জুন (২/৬/২০২৫) বিকেল ৫টা।

এ সময়ের মধ্যে ইউজার আইডি (User ID) পাওয়া প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রার্থী সংরক্ষণ করবেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact