বেসরকারি উত্তরা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই প্রবেশনারি অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
উত্তরা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
- পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫-এর স্কেলে ৩.৭৫ বা ৪-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ জুন ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: প্রথম এক বছর প্রবেশকালে মাসিক বেতন ৪০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে বেতন স্কেল হবে ২২ হাজার থেকে ৫৭ হাজার ৪০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
শর্ত
নির্বাচিত প্রার্থীদের নিয়োগের সময় এই ব্যাংকে প্রবেশনকাল ছাড়া অন্তত পাঁচ বছর চাকরি করবেন মর্মে অঙ্গীকারনামায় সই করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের উত্তরা ব্যাংকের ওয়েবসাইটে অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের সময়সীমা: ৫ জুন থেকে ৩০ জুন, ২০২৪।