বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সম্প্রতি জনবল নিয়োগের একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন। এর অগে ২০২৪ সালের ১৮ মার্চ, ৯ ও ১৬ সেপ্টেম্বর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোয় টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ইতিমধ্যে যে যে প্রার্থী আবেদন করেছেন, তাঁদের একই পদে পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই।
কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি

পদগুলো ও পদসংখ্যা
১. প্রোগ্রামার: ১টি
২. যানবাহন পরিদর্শক: ১টি
৩. রক্ষণাবেক্ষণ পরিদর্শক: ১টি
৪. প্রধান সহকারী: ৩টি
৫. ওয়ার্ড প্রসেসিং সহকারী: ১টি
৬. পিএ/সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ১টি
৭. অডিটর: ২টি
৮. টেলিফোন অপারেটর: ১টি
৯. স্টোর ক্লার্ক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১টি
১০. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২টি
১১. ইলেকট্রিশিয়ান: ১টি
১২. প্লাম্বার: ১টি
১৩. পাম্প অপারেটর: ১টি
১৪. ডেসপাস রাইডার: ১টি
১৫. অফিস সহায়ক: ১৮টি
আবেদনের বয়সসীমা
এ বছরের ১ জুলাই আবেদনকারী প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। প্রোগ্রামার পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর। অন্যান্য সব পদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন শেষ কবে
২০ জুলাই ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন ফি
পদের গ্রেড অনুযায়ী ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা অথবা ৫৬ টাকা (টেলিটক সার্ভিস চার্জ সহ) দিতে হবে আবেদনকারীকে। অনলাইনে আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।