হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

New

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১টি পদের জন্য দেওয়া চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ১ পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে পদের জন্য আবেদন শুরু হবে আগামীকাল ২৭ এপ্রিল থেকে। আবেদন ফি ১১২ টাকা।

হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, নিজ জেলাসহ অন্যান্য সব তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে, অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তী সময়ে হুবহু সেভাবে লিখতে হবে। মুদ্রিত/হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময় বিএইচবিএফসির নোটিশ বোর্ড, ওয়েবসাইট এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএসে জানানো হবে। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ–সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। চাকরির আবেদন ফরমে (Applicant’s Copy) সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

পদের নাম ও পদসংখ্যা

১. ডাটা-এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২০

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

(খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং

(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে।

আবেদনে বয়সসীমা

০১.০৪.২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটটি থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন শেষ কবে

আগামী ২৬ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact