আজকের ডিজিটাল যুগে আমাদের প্রাইভেসি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা চাই না যে অন্য কেউ আমাদের ব্রাউজার ব্যবহার করুক বা আমাদের ব্রাউজিং হিস্ট্রি দেখুক। এই সমস্যার সমাধান হলো ব্রাউজারকে পাসওয়ার্ড দিয়ে লক করা।
chrome lock extension
ক্রোম ব্রাউজার লক করার জন্য, আপনি ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন যা আপনাকে ব্রাউজারে পাসওয়ার্ড সেট করতে সাহায্য করবে। ক্রোমের ওয়েব স্টোরে থেকে আপনি ক্রোম এক্সটেনশন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
ক্রোমো ওয়েভ স্টোরের সার্চ বক্সে chrome lock বা Set password for your browser ( chrome lock ) এই নামে সার্চ দিন। তারপর আপনার Extension এসে পরবে।
Set password for your browser ( chrome lock ) এক্সটেনশনটি আসার পর Add to Chrome অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি পপআপ আসবে সেখানে Add Extension ক্লিক করে দিতে হবে, এর পর একটি বক্স আসবে সেখানে পাসওয়ার্ড দিতে বলবে তখন আপনার পছন্দের পাসওয়ার্ড দিয়ে ওকে ক্লিক করে দিন।
এখন আপনি ব্রাউজারটি ক্লোজ করে দিয়ে আবার নতুন ভাবে ওপেন করুন দেখুন এবার আপনার কাছে ব্রাউজারটি ওপেন হওয়ার জন্য পাসওয়ার্ড চাবে। এবার থেকে পাসওয়ার্ড দেওয়ার পরই ক্রোম ব্রাউজারটি ওপেন হবে অন্যথায় ওপেন হবে না।