রয়্যাল থাই স্কলারশিপ সার্কুলার

থাইল্যান্ড মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গন্তব্য হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ আছে। এ স্কলারশিপের নাম রয়্যাল থাই স্কলারশিপ। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি) ২০২৫ সালের জন্য এ বৃত্তি দিচ্ছে।

Royal Thai scholarship

Royal Thai scholarship

রয়্যাল থাই স্কলারশিপ সার্কুলার

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ১৯৫৯ সালে যাত্রা শুরু করে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এআইটি। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়নসাধনে কাজ করে।

রয়্যাল থাই বৃত্তির সুযোগ-সুবিধা

* নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ;

* নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ;

* আবাসনের সুবিধা;

* জীবনযাত্রার খরচ মিলবে ও

* আছে ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ।

আবেদনের যোগ্যতা

* স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে;

* একাডেমিক সিজিপিএ ৩ দশমিক ৫ থেকে ৪ থাকতে হবে;

* পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

* একাডেমিক সিজিপিএ স্নাতক ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৫ থেকে ৪ থাকতে হবে ও

* ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে ব্যান্ডস্কোর ন্যূনতম ৬ থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্য

* আবেদনকারীর সিভি;

* পাসপোর্ট;

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

* সনদ ও মার্কশিট;

* দুটি রেফারেন্স লেটার;

* ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ ও

* রিসার্চ প্রপোজাল।

আবেদনের পদ্ধতি

আবেদনে আগ্রহী প্রার্থী বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

Leave a Comment

Scroll to Top