0

কোনও মাসে পিরিয়ড না-হলে তাঁকে প্রেগনেন্সির লক্ষণ মনে করে থাকেন অধিকাংশ বিবাহিত মহিলাই। কিন্তু পিরিয়ড মিস হওয়াই গর্ভধারণের একমাত্র লক্ষণ নয়। দেখা গিয়েছে, পিরিয়ড নিয়মিত হওয়া সত্ত্বেও গর্ভধারণ করেছেন অনেক মহিলা। পিরিয়ড ছাড়াও নানা শারীরবৃত্তিয় ঘটনা রয়েছে যা গর্ভধারণের দিকে ইঙ্গিত দিয়ে থাকে।

Pregnancy symptoms

 

গর্ভাবস্থায়, মহিলাদের বিভিন্ন হরমোনের পরিবর্তন হয়। প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ঘন ঘন প্রস্রাব এবং ক্লান্তি। প্রাথমিক দিনগুলিতে, ডিম্বাণু শুক্রাণুর সাথে নিষিক্ত হয়, যার ফলে রক্তপাত এবং পেটে ব্যথার মতো লক্ষণ দেখা দেয়।

SkyFly Changed status to publish 15 hours ago