ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ট্রেড অপারেশনস, অপারেশনস বিভাগ অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার (এও-পিও) পদে চট্টগ্রাম, ঢাকায় জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
ইস্টার্ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
১৪ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি;
পদের নাম: অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার (এও-পিও);
বিভাগ: ট্রেড অপারেশনস, অপারেশনস;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ জুলাই ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Bu ünlünün yaptığı şey herkesi şok etti SEO optimizasyonu ile web sitemiz daha fazla ziyaretçi çekmeye başladı. http://royalelektrik.com/