গুগল ম্যাপে লোকেশন যুক্ত করুন

গুগল ম্যাপে লোকেশন যুক্ত করুন

অপরিচিত কোথাও যেতে চাইলে অনেকেই গুগল ম্যাপসের ওপর ভরসা করেন। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান গুগল ম্যাপসে যুক্ত থাকে না। সেক্ষেত্রে আপনিও চাইলে যেকোনো অফিস ও দোকান ম্যাপসে যুক্ত করতে পারবেন।আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই তা সম্ভব। কীভাবে যুক্ত করবেন দেখে নিন।

how to add place in google map
how to add place in google map

 

-প্রথমেই ‍গুগল ম্যাপস চালু করতে হবে।
-অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।
-গুগল ম্যাপসের নিচের contribution এর প্লাস আইকনে ক্লিক করুন।
-এবার উপরের Add Place এ ক্লিক করুন।
-এরপর উপরের নামের ঘরে আপনার অফিস কিংবা প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিন।
-এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমন- দোকান যুক্ত করতে store অপশন বেছে নিন।
-এরপর লোকেশনটির ছবি, মোবাইল নাম্বার, বন্ধ এবং খোলার সময় (অফিস, দোকান, স্কুল হলে) যুক্ত করুন।
-এবার প্রয়োজনীয় তথ্যগুলো যুক্ত করে save এ ক্লিক করুন।

এর কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটি মেইল চলে আসবে। সেখানে বলা হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact