যারা রবি সিম ব্যবহার করেন তারা বিভিন্ন উপায়ে ইজিলোড করে থাকেন।ইজিলোডের দোকান থেকে লোড করার পাশাপাশি বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস, থার্ড পার্টি এপস ও প্রচলিত ব্যাংকিং সেবা থেকে ও ইজিলোড করে থাকেন।

Robi Easy Load

Robi Easy Load

ইজিলোড এর দোকানদার বা ব্যবসায়ীরা কিভাবে লোড দে সেটা আমরা এখন দেখবো। সাদারনত দোকান্দাররা একটি USSD কোড ডায়াল করে লোড দিয়ে থাকে।

রবি সিমে ইজিলোড করার নিয়ম

কোডটি হলঃ

*৮৮৮*ফোন নাম্বার*টাকা*পিন নাম্বার#

তারপর লোডের সিমের কল বাটন ক্লিক করলে রিচার্জ হয়ে যাবে।

নোটঃ

-ফোন নাম্বার এর জায়গায় যে নাম্বারে রিচার্জ দিতে হবে সেই নাম্বার লিখতে হবে।

-টাকার জায়গায় রিচার্জ এর টাকার পরিমাণ লিখতে হবে।

-পিন নাম্বার এর জায়গায় লোদের সিমের গোপন পিন নাম্বার দিতে হবে।

skyfly Changed status to publish March 17, 2025