চাকরির আবেদনপত্র লেখার নিয়ম

Job application format বা চাকরির আবেদনপত্র হলো একটি আনুষ্ঠানিক চিঠি, যা একজন ব্যক্তি একটি নির্দিষ্ট চাকরির জন্য নিজেকে প্রার্থী হিসেবে প্রস্তাব করতে একটি প্রতিষ্ঠানে প্রেরণ করেন। এটি চাকরিদাতার কাছে আবেদনকারীর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং চাকরির প্রতি তার আগ্রহ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।

Job application format

দরখাস্ত লেখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনক্রমে বাদ দেওয়া সম্ভব নয়। আপনি যে ধরনের দরখাস্ত লিখুন না কেন, দরখাস্ত লেখার সময় আপনাকে নিচের নিয়মগুলো মেনে দরখাস্ত লিখতে হবে।

চাকরির আবেদনপত্রের উদ্দেশ্য

  1. চাকরিদাতার দৃষ্টি আকর্ষণ করা।
  2. নিজের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতার তথ্য প্রদান করা।
  3. সংশ্লিষ্ট পদের জন্য নিজেকে একজন উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরা।
  4. সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করা।

চাকরির আবেদনপত্রের বৈশিষ্ট্য

  1. আনুষ্ঠানিক ভাষা: এটি একটি ফরমাল চিঠি, তাই ভাষা সংক্ষিপ্ত, বিনীত এবং পরিষ্কার হওয়া উচিত।
  2. সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক: চিঠি খুব দীর্ঘ হওয়া উচিত নয়। সংক্ষেপে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করুন।
  3. গঠন: আবেদনপত্রে একটি নির্দিষ্ট কাঠামো থাকে (তারিখ, প্রাপক, বিষয়, আবেদনকারীর তথ্য, ইত্যাদি)।
  4. ব্যক্তিগতকরণ: প্রতিটি চাকরির জন্য আলাদা আবেদনপত্র তৈরি করুন এবং পদের প্রয়োজনীয়তার সঙ্গে মিল রেখে তথ্য উল্লেখ করুন।

চাকরির আবেদনপত্রে যা যা থাকতে হয়

  1. তারিখ: চিঠি লেখার তারিখ।
  2. প্রাপক: চাকরিদাতা বা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা।
  3. বিষয়: চিঠির উদ্দেশ্য এক লাইনে উল্লেখ করা (যেমন, “[পদের নাম] এর জন্য আবেদন”)।
  4. সম্বোধন: “মাননীয়,” বা “Dear [প্রাপক],” দিয়ে শুরু করা।
  5. মূল অংশ:
    • প্রথম অনুচ্ছেদে চাকরির উৎস ও আপনার আগ্রহ।
    • দ্বিতীয় অনুচ্ছেদে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা।
    • তৃতীয় অনুচ্ছেদে সাক্ষাৎকারের জন্য আগ্রহ প্রকাশ।
  6. সমাপ্তি: বিনীতভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করা।
  7. আপনার নাম, যোগাযোগের ঠিকানা, এবং স্বাক্ষর।

Job application format নমুনা

কাজের ধরণ অনুসারে বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা আলাদা হয়। কেউ চেষ্টা করলেও সব ধরনের দরখাস্তের নমুনা এক সাথে শেয়ার করে দিতে পারবে না। সকলের সুবিধার্তে সবচাইতে বহুল ব্যবহৃত কয়েকটি দরখাস্তের নমুনা এখানে শেয়ার করে দেওয়া হলো।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন লেখার নমুনা


বরাবর
সভাপতি
ঈদগাহ্ বাজার উচ্চ বিদ্যালয়
জকিগঞ্জ, সিলেট।

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০১/০১/২০২১ খ্রিঃ তারিখে দৈনিক “সিলেট এর ডাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।


১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। ধর্মঃ
৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড
SSC      
HSC      
HONOURS      


১০। অভীজ্ঞতাঃ

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
………………………………..
মোবাঃ ০১৭১০-০০০০০০
তারিখ-০১/০১/২০২১ খ্রিঃ

Job application format
Job application format

Similar Posts

  • বাংলাদেশ সিভিল সার্ভিস

    বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিসিএস এখনও সমাজের সবচেয়ে সম্মানজনক চাকরি। দু একটি ক্ষেত্র ব্যতিত চাকরি নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নির্ধারণে বিসিএস এর বিকল্প বাংলাদেশে নেই। বেসরকারি চাকরির বিশাল বাজার বাঙালি যুবমানসে এখনও আস্থার সৃষ্টি করতে পারেনি। এ কারণে চাকরিপ্রার্থীরা এখনও বিসিএসকেই চাকরি তালিকার শীর্ষে রাখেন। বাংলাদেশ সিভিল সার্ভিস দেশের রাজনৈতিক সরকার জনগণের স্বার্থে যেসব সিদ্ধান্ত গ্রহণ

  • Data Entry Operator | ডাটা এন্ট্রি অপারেটর

    ডাটা এন্ট্রি হচ্ছে কোন তথ্য লিপিবদ্ধ করা বা সংরক্ষন করা। বিস্তার র্অথে ডাটা এন্ট্রি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোন ডাটা একটি স্থান বা প্রোগ্রাম থেকে অন্য একটি স্থানে বা প্রোগ্রামে প্রতিলিপি করাকে ডাটা এন্ট্রি বলে। ডাটা গুলো হতে পারে পিডিএফ থেকে ওয়ার্ড বা ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করা, কোন ফাইল ডাউনলোড করা, হাতে লেখা কোন

  • ডাক্তারি পেশা

    মহৎ পেশা হিসাবে যে বিষয়গুলো অতি প্রাচীন কাল থেকেই গণ্য, চিকিৎসা পেশা সেগুলোর মধ্যে অন্যতম। তাইতো এই একবিংশ শতাব্দিতে এসেও চিকিৎসা পেশাকে বলা হচ্ছে ‘The most noble profession of the world’. তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই পেশায় সৎ থেকে বিপুল অর্থ উপার্জনের সুযোগ রয়েছে যা তাকে নিজস্ব আর্থিক স্বচ্ছলতা আনয়নের পাশাপাশি সমাজের দুঃখ ও

  • জব সিভি ফরমেট

    একটি সিভি বা বায়োডাটা তৈরি করার কোন বাঁধাধরা নিয়ম নেই কিন্তু পৃথিবীতে কি কি লিখতে হবে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যেভাবে বানাবেন সেই বায়োডাটা দেখে আপনার সম্বন্ধে জানা এবং বোঝা যাবে আর যদি আপনি কোন জব ইন্টারভিউ এর জন্য আপনার সিভি তৈরি করছেন তাহলে পৃথিবীতে যদি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো লেখা না থাকে তাহলে

  • কিভাবে ক্যারিয়ার নির্বাচন করবেন

    ক্যারিয়ার নির্বাচন একটি ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এটি তাদের কর্মজীবনের পছন্দের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেয় তার একটি সংখ্যাকে প্রভাবিত করে। একটি বিষয়, একটি বিশ্ববিদ্যালয়, একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি, একটি চাকরির প্রোফাইল বেছে নেওয়া ক্যারিয়ারের উপর নির্ভর করে। Career Selection ক্যারিয়ার বেছে নেওয়া আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি জীবিকা নির্বাহের জন্য কী

  • নার্সিং ক্যারিয়ার

    হাসপাতালে অসুস্থ মানুষের সেবায় যারা নিয়োজিত থাকেন, তারাই সাধারণত নার্স হিসেবে পরিচিত। দিন দিন মানুষ বাড়ছে, বাড়ছে হাসপাতাল, বাড়ছে রোগ। সাথে সাথে বাড়ছে নার্সের চাহিদা। ফলে পড়ার বিষয় হিসেবে নার্সিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে পড়ার মাধ্যমে যেমন মানবসেবার সুযোগ রয়েছে, তেমনি সুযোগ রয়েছে ভালো ক্যারিয়ারেরও। Nursing Career   এই পরিস্থিতিতেই পেশা হিসেবে নার্সিং বেশ

One Comment

Leave a Reply