পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস), সহকারী হিসাবরক্ষক / সহকারী প্লান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার এর শূন্য পদে নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাঁকে প্রথম ০১ বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ করা হবে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি

অন-প্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স (প্রযোজ্য পদের ক্ষেত্রে) থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন স্কেল এবং আবেদন করার যোগ্যতা উল্লেখ করা হলো।

সংস্থার নামঃ পল্লী বিদ্যুৎ।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
মোট পদ সংখ্যাঃ ০৩।
মোট জনবল সংখ্যাঃ ৪৮১।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ৩১,০৮০/- থেকে ১৯,২২০/-
চাকরির ধরনঃ সরকরি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১২ নভেম্বর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ১৭ নভেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ০৭ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

পল্লী বিদ্যুৎ চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃ পল্লী বিদ্যুৎ।
পদের নামঃ নিচে বিস্তারিত দেখুন
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ ০৩
মোট জনবল সংখ্যাঃ ৪৮১
চাকরির আবেদন অনলাইনের মাধ্যেম।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
লিঙ্গঃ ছেলে ও মেয়ে।
বয়সঃ ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃ সার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ ৩১,০৮০/- থেকে ১৯,২২০/–
অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ

১৭ নভেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখঃ

০৭ ডিসেম্বর ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইট Palli bidyut

 

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ ইআরইউ/পিএন্ডএম/ ইআরসি / এসএন্ডপি/জিএস)।
পদের সংখ্যাঃ ৩০০টি
বেতন স্কেলঃ (পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী) অনু-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ২৯,৬০০/- (উনত্রিশ) হাজার ছয়শত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও | সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পৰিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৩১,৩৮০/- (একত্রিশ হাজার আশি) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
Diploma (4 years course ) in Electrical / Power Engineering with minimum CGPA 3.00 out of 4.00. Candidates must have minimum GPA 3.50 out of 5.00 in S.S.C or equivalent examinations. Computer literacy is preferred. AutoCAD literacy will be preferred.

পদের নামঃ সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক।
পদের সংখ্যাঃ ১৫০টি
বেতন স্কেলঃ অন-প্রবেশন কালীন নির্ধারিত বেতন ২৬,১০০/- (ছাব্বিশ হাজার (একশত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি। প্রদান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পৰিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ২৭,৪১০ / (সাতাশ হাজার চারশত দশ) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
Graduate in commerce (B.Com) with minimum CGPA 2.50 out of 4.00 or GPA 3.00 out of 5.00 Minimum GPA 3.00 out of 5.00 both in S.S.C & H.S.C or equivalent examinations. Computer literacy is must.

পদের নামঃ সহকারী স্টোর কিপার।
পদের সংখ্যাঃ ৩১টি
বেতন স্কেলঃ অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৮,৩০০/- (আঠার হাজার তিনশত) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অহ-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯, ২২০/- (উনিশ হাজার দুইশত বিশ) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
H.S.C or equivalent. Minimum GPA 3.50 out of 5.00 both in S.S.C & H.S.C or CGPA 3.00 out of 4.00 in Diploma or equivalent examinations.

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিশেষ নির্দেশনাঃ

প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান অথবা অন্য কোন কোটায় আবেদন করতে চাইলে Online-এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনপত্র নির্ধারিত তারিখ ও সময়ের পর গ্রহণ করা হবে না। কোন পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না।

সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ/ জাতীয়কৃত সংস্থা এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

প্রার্থীদের প্রয়োজনমত লিখিত (MCQ, রচনামূলক), ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি পদের বিপরীতে বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালে কম/বেশি হতে পারে।

প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, পঠিত বিষয়, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং এরূপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তী যে কোন সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকুরী হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যদি কোন কর্মকর্তা/কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত চাকুরী ছেড়ে চলে যান তবে তাকে বিধি অনুযায়ী চাকুরীচ্যুত করা হবে এবং বিষয়টি বাপবিবোর্ড এর ওয়েবসাইটে ছবিসহ প্ৰকাশ কৰা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর নিজ জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা/ডিআইজি, শহর বিশেষ শাখাকে অবহিত করা হবে। চাকুরীর জন্য যে কোন ব্যক্তিগত যোগাযোগ বা তদবির বা সুপারিশ চাকুরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে।

বাংলাদেশের নাগরিক নয় এরকম কোন ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে অথবা যদি তিনি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সততা, নৈতিকম্বলন এর কারণে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকেন অথবা যদি দেশের কোন ফৌজদারী আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না।

প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাইবাছাই পূর্বক শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের অনুকূলে এডমিট কার্ড ইস্যু করা হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

Palli bidyut job Circular 2024

Palli bidyut job Circular Application Form এ Color Photo এবং Signature Upload করার জন্য ৩০০× ৩০০ Pixel কালার ছবি যা ১০০ KB এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়। যা ৩০০× ৮০ Pixel হতে হবে এবং কোনভাবেই ৬০ KB এর অধিক হবে না।

সঠিকভাবে Palli bidyut job Circular 2024 Application Form পুরণের পর প্রার্থীকে Submit বাটন-এ ক্লিক করে চূড়ান্তভাবে Application Form Submit করতে হবে।

চূড়ান্তভাবে Submission করার পরে User ID (যা এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে) সহ প্রার্থী একটি Applicant’s Copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Palli bidyut job Circular

Palli bidyut job Circular Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

যদি Palli bidyut job Circular Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অষ্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি Download পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Palli bidyut job Circular Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।

প্রথম SMS: BREBHR USER ID SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।

Example: BREBHR 654789 SEND TO 16222

উক্ত SMS প্রাপ্তির পর Teletalk হতে প্রার্থীকে জমা স্বাগত জানিয়ে একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেয়া হবে।

নির্দেশমতে প্রার্থী ২য় SMS এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিবেন

দ্বিতীয় SMS: BREBHRYESPIN SEND TO 16222

Example: BREBHR YES 12145214 SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http:///brebr.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশপত্র SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন ৷

i) User ID জানা থাকলে BREBHR Help User User ID & Send to 16222. Example : BREBHR Help user ABCDEF & Send to 16222.

ii) PIN Number জানা থাকলে BREBHR Help PIN PIN Number & Send to 16222. Example BREBHR Help PIN 12345678 & Send to 16222.

ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য । প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Palli bidyut job Circular 2024 pdf download

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Palli bidyut job Circular 2024 pdf download. পল্লী বিদ্যুৎ PDF ডাউনলোড। পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি pdf download brebr.gov.bd/ এবং http://brebr.teletalk.com.bd/ এ আপনার সুবিধার জন্য, আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি এবং পল্লী বিদ্যুৎ চাকরির বিজ্ঞপ্তি সংযুক্ত করেছি PDF ডাউনলোড লিঙ্ক এখানে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি, Palli bidyut job Circular, পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, Palli bidyut job Circular 2024

 

Close
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact