সার্ক কৃষি কেন্দ্র এসএসি নিয়োগ বিজ্ঞপ্তি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রতিষ্ঠান সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সার্ক কৃষি কেন্দ্র এসএসি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানটি কনসোর্টিয়াম ফর স্কেলিং–আপ ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার ইন সাউথ এশিয়া (সি–সাকসেস) প্রকল্পে প্রজেক্ট প্রোগ্রাম অফিসার পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: প্রজেক্ট প্রোগ্রাম অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অ্যাগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট, অ্যাগ্রোনমি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়নশীল দেশের কৃষি, জলবায়ু পরিবর্তন ও খাদ্যব্যবস্থা বিষয়ে জানাশোনা থাকতে হবে। বহুজাতিক কোনো প্রোগ্রাম/প্রজেক্ট বিশেষ কোনো প্রকল্প মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সার্কের সদস্যদেশগুলোর ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: সার্ক অ্যাগ্রিকালচার সেন্টার, ঢাকা

বেতন স্কেল: মাসিক বেতন ৭৫০ মার্কিন ডলার (আলোচনা সাপেক্ষে) (প্রায় ৯১ হাজার ৬৬৫ টাকা)

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিরেক্টর, সার্ক অ্যাগ্রিলকালচার সেন্টার (এসএসি), ফার্মগেট, ঢাকা–১২১৫।

আবেদনের শেষ সময়

১২ জানুয়ারি ২০২৫।