প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিদেশে বাংলাদেশ মিশনে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব মিশনে চার ক্যাটাগরির পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তাদের নির্ধারিত জীবনবৃত্তান্ত ছক পূরণ করে পাঠাতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
১. পদের নাম: মিনিস্টার (শ্রম)
পদসংখ্যা ও দূতাবাস বা হাইকমিশন: ৩টি। কুয়ালালামপুর-মালয়েশিয়া, মাস্কাট-ওমান ও রিয়াদ-সৌদি আরব
যোগ্যতা: জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেডপ্রাপ্ত ও ন্যূনতম ১৫ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
২. পদের নাম: কাউন্সেলর (শ্রম)
পদসংখ্যা ও দূতাবাস বা হাইকমিশন: ২টি। কুয়েত সিটি-কুয়েত ও ত্রিপলি–লিবিয়া
যোগ্যতা: জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেডপ্রাপ্ত ও ন্যূনতম ১০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
৩. পদের নাম: প্রথম সচিব (শ্রম)
পদসংখ্যা ও দূতাবাস বা হাইকমিশন: ১৩টি। জেদ্দা-সৌদি আরব, সিঙ্গাপুর, মিলান-ইতালি, দোহা-কাতার, এথেন্স-গ্রিস, মস্কো-রাশিয়া, জেনেভা-সুইজারল্যান্ড, কায়রো-মিসর, আবুধাবি-সংযুক্ত আরব আমিরাত, ক্যানবেরা-অস্ট্রেলিয়া, মালে-মালদ্বীপ, মাদ্রিদ-স্পেন ও ব্যাংকক-থাইল্যান্ড।
যোগ্যতা: জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডপ্রাপ্ত ও এই গ্রেডে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
৪. পদের নাম: দ্বিতীয় সচিব (শ্রম)
পদসংখ্যা ও দূতাবাস বা হাইকমিশন: ১টি। জেদ্দা-সৌদি আরব
যোগ্যতা: জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডপ্রাপ্ত বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
আবেদন:
বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত যোগ্য ও আগ্রহী কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিজ্ঞপ্তিতে সংযোজিত নির্ধারিত ‘জীবনবৃত্তান্ত ছক’ পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ছায়ালিপি ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৫।