বাংলাদেশের সরকারি বেতন স্কেল

বাংলাদেশের সরকারি বেতন স্কেল বিভিন্ন গ্রেডে বিভক্ত, এবং প্রতিটি গ্রেডের নির্দিষ্ট বেতন পরিসীমা রয়েছে। সর্বশেষ বেতন স্কেল ২০১৫ সালে কার্যকর হয়েছিল, যা ৮ম জাতীয় বেতন স্কেল নামে পরিচিত। এই স্কেলটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করে, এবং এটি মোট ২০টি গ্রেডে বিভক্ত। এখানে ৮ম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো।

বাংলাদেশের সরকারি বেতন স্কেল

বাংলাদেশের সরকারি বেতন স্কেল

৮ম জাতীয় বেতন স্কেল (২০১৫) এর প্রধান বৈশিষ্ট্য:

  1. সর্বনিম্ন গ্রেড: ২০তম গ্রেড
    • বেতন: ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা।
  2. সর্বোচ্চ গ্রেড: ১ম গ্রেড
    • বেতন: ৭৮,০০০ টাকা (স্থির)।

সরকারি জব এখন গ্রেডের উপর চলে আগে যেটা ৪ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল এখন ২০ গ্রেডে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেমন আগে যেটা প্রথম শ্রেণি ছিল বর্তমানে সেটা ১ম থেকে ৯ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণি হলো ১০ম গ্রেড শুধু ১০ম গ্রেডই দ্বিতীয় শ্রেণি। ১১-১৬ তম গ্রেড তৃতীয় শ্রেণির এরপর ১৭-২০ তম গ্রেড হলো সর্বশেষ চতুর্থ শ্রেণি।

১ থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব/মূখ্য সচিব।

পিএসসি কর্তৃক নিয়োগকৃত ২৭ ধরণের চাকরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিকে নন-ক্যাডার জব বলা হয়।

নন-ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণি এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণি বলা হয় ক্যাডার আর নন-ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য হল, ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন, যা নন-ক্যাডারগণ যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যেতে পারেন, অন্যদিকে নন-ক্যাডারে বেশির ভাগ পদই ব্লক পোস্ট।

বিসিএস ক্যাডার মূলতঃ দুই প্রকার জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি) এবং টেকনিক্যাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।

জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন, কিন্তু টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন, এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারি ডাক্তার হয়ে চাকরি করতে পারবেন না।

এদের চেনার উপায় হল, সরকারি যে কোন অফিসে ৪ ধরনের স্টাফ থাকে। যার মধ্যে রয়েছে ক্যাডার, তার নীচে কর্মকর্তা তার নীচে কর্মচারী। এদের মাঝে ১ম, ২য় এদের গেজেটেড কর্মকর্তা বলা হয়। ৩য় শ্রেণির যারা তারাও হল কর্মকর্তা। ৪র্থ শ্রেণির যারা তারা হল কর্মচারী।

প্রথম শ্রেণি মানেই নূন্যতম ৯ম গ্রেড আর দ্বিতীয় শ্রেণি কেবল ১০ম গ্রেড। আর সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (Assistant Director) প্রথম শ্রেণির বাংলাদেশ ব্যাংকের এডি না সব এডিই প্রথম শ্রেণির।

পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণির এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণির।

প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণির এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ ষাট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণির।

অফিস সহায়ক চতুর্থ শ্রেণির যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের পিওন। চলুন জেনে নেওয়া যাক কোন গ্রেডে কত বেতন ও সরকারি ভাতা রয়েছে।

সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা আর সর্বোচ্চ ৭৮ হাজার টাকা সুপারিশ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে।

২০টি গ্রেডে পেশ করা পে কমিশনের সুপারিশে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা সুপারিশ করা হলেও, এই স্কেলের বেতন ভাতাসহ অর্থের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৪০ হাজার টাকা। একইভাবে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা সুপারিশ করা হলেও সব মিলে দাঁড়াবে ২০ হাজার ১০ টাকা।

প্রথম স্কেলে বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বা ৪০ হাজার টাকা। এর পাশাপাশি চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, ডোমেস্টিক এইড ভাতা ৩ হাজার টাকা, উৎসব ভাতা ১৩ হাজার ৩৩ টাকা, আপ্যায়ন ভাতা ৩ হাজার টাকা ও শিক্ষা ভাতা ২ হাজার টাকা করা হয়েছে।

একইভাবে সর্বনিম্ন স্কেলের বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে ৫ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সন্তানের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, ধোলাই ভাতা ১৫০ টাকা ও টিফিন ভাতা ৩০০ টাকা।

৮ম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডের বেতন পরিসীমা:

গ্রেড বেতন স্কেল (টাকা)
১ম ৭৮,০০০ (স্থির)
২য় ৬৬,০০০ – ৭৬,৪৯০
৩য় ৫৬,৫০০ – ৭৪,৪০০
৪র্থ ৫০,০০০ – ৭১,২০০
৫ম ৪৩,০০০ – ৬৯,৮৫০
৬ষ্ঠ ৩৫,৫০০ – ৬৭,০১০
৭ম ২৯,০০০ – ৬৩,৪১০
৮ম ২৩,০০০ – ৫৫,৭০০
৯ম ২২,০০০ – ৫৩,০৬০
১০ম ১৬,০০০ – ৩৮,৬৪০
১১তম ১২,৫০০ – ৩০,২৩০
১২তম ১১,৩০০ – ২৭,৩০০
১৩তম ১১,০০০ – ২৬,৫৯০
১৪তম ১০,২০০ – ২৪,৬৮০
১৫তম ১০,০০০ – ২৩,৪৯০
১৬তম ৯,৭০০ – ২৩,৪৯০
১৭তম ৯,৩০০ – ২২,৪৯০
১৮তম ৯,০০০ – ২১,৮০০
১৯তম ৮,৮০০ – ২১,৩১০
২০তম ৮,২৫০ – ২০,০১০

অন্যান্য সুবিধা:

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই বেতন কাঠামোর বাইরে আরও কিছু সুবিধা পেয়ে থাকেন, যেমন:

  • বাড়িভাড়া ভাতা: মূল বেতনের নির্দিষ্ট শতাংশ।
  • চিকিৎসা ভাতা: স্বাস্থ্যসেবার জন্য নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রদান করা হয়।
  • উৎসব ভাতা: বছরে দুটি উৎসবের সময় মূল বেতনের ভিত্তিতে উৎসব ভাতা প্রদান করা হয়।
  • গাড়ি ও ট্রান্সপোর্ট ভাতা: উর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গাড়ি বা যানবাহন ভাতা পান।
  • পেনশন সুবিধা: সরকারি চাকরিজীবীরা অবসর গ্রহণের পর পেনশন সুবিধা পান।

পদোন্নতি ও ইনক্রিমেন্ট:

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময় পর বা পদোন্নতির মাধ্যমে বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) পান। সাধারণত প্রতি বছর একটি ইনক্রিমেন্ট যোগ হয়, যা তাদের বেতন কাঠামোতে আরও বর্ধিত বেতন হিসেবে প্রযোজ্য হয়।

সর্বশেষ পরিবর্তন:

যদিও ২০১৫ সালের বেতন স্কেল এখনও কার্যকর রয়েছে, নতুন বেতন স্কেলের জন্য মাঝে মাঝে আলোচনা হয়। তবে এটি পরিবর্তিত হলে নতুন স্কেল অনুযায়ী বেতন কাঠামো আপডেট হতে পারে।

পেশা হিসেবে শিক্ষকতা

আভিধানিক সংজ্ঞায় শিক্ষকতা হলো শিক্ষকের কাজ বা পেশা। জ্ঞান ও প্রশিক্ষণ প্রদানই এ পেশার মূল বিষয়। মানুষকে পাশবিক থেকে মানবিক পর্যায়ে উন্নীত এবং অসভ্য থেকে সভ্যতার আলোয় আলোকিত করার পিছনে যে পেশার অবদান…

পেশা হিসেবে সাংবাদিকতা

একজন সাংবাদিক প্রধানত সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন এবং ওয়েব পোর্টালের জন্য সংবাদ সংগ্রহ করেন, সংবাদ ও কলাম লেখেন, সম্পাদনা করেন, পরিমার্জন করেন, উপস্থাপন করেন এবং ছবি সংগ্রহ করেন। Journalism career বিভিন্ন স্থান, ক্ষেত্র,…

ডাক্তারি পেশা

মহৎ পেশা হিসাবে যে বিষয়গুলো অতি প্রাচীন কাল থেকেই গণ্য, চিকিৎসা পেশা সেগুলোর মধ্যে অন্যতম। তাইতো এই একবিংশ শতাব্দিতে এসেও চিকিৎসা পেশাকে বলা হচ্ছে ‘The most noble profession of the world’. তবে সবচেয়ে…

এয়ার হোস্টেস ক্যারিয়ার

পেশা হিসেবে তরুণরা অনেক স্মার্ট এবং পছন্দের মনে করছে এয়ারলাইন্সকে। শুধু তাই নয়, এখানে পাওয়া যায় ভিন্ন রকম অ্যাডভেঞ্চারের স্বাদ। এয়ারলাইন্স পেশাটা আপন করতে চাইলে গ্ল্যামারটার কথাও একটু ভাবতে হবে। Air Hostess Career…

মেডিকেল অফিসারের দায়িত্ব ও কর্তব্য

মেডিকেল অফিসাররা স্বাস্থ্য সমস্যা এবং রোগ নিয়ন্ত্রণের উপদেষ্টা হিসাবে কাজ করে, চিকিৎসা সহায়তা প্রদান করে, অসঙ্গতি আবিষ্কার করে এবং সমস্যাগুলি তদন্ত করে। Medical officer job মেডিকেল অফিসারের দায়িত্ব ও কর্তব্য মেডিকেল অফিসাররা সাধারণত…