রাইস টোনার বানানোর নিয়ম

সুন্দর, নরম কোমল ত্বক কার না পছন্দ? সবাই চায় তার ত্বককে সুন্দর ও পরিপাটি রাখতে। এর জন্য বেশিরভাগ মানুষই পার্লারের সরনাপন্ন হয়ে থাকে। অনেক সময় ব্যস্ততা কিংবা সময় স্বল্পতার জন্য পার্লারে যাওয়া হয়ে উঠে না।

রাইস টোনার বানানোর নিয়ম

আজকে জানবো কিভাবে ঘরে বসে রাইস টোনার বা সিরাম বানানো যায়। খুব সহজেই তৈরি করতে পারবেন হোম মেড রাইস ক্রিম। চলুন শুরু করা যাক।

প্রথমে ২ টেবিল চামচ চাউল পরিস্কার পানিতে ধুয়ে ২ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে।

চাউল টা কে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। অপেক্ষা করতে হবে নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে যাওয়ার পর চুলা থেকে নামাতে হবে। ভাতটা কুসুম গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে হাত দিয়ে চটকেও নেয়া যাবে। ভালোভাবে মিহি করতে হবে যাতে কোন দানা দানা না থাকে।

যাতে দানা দানা না থাকে সেজন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তাহলে দেখা যাবে একটা ক্রিমি ভাব চলে আসবে। এখন ক্রিমি ভাব পেস্টের সাথে এড করতে হবে চারটা ই-ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল (২০০ mg), এক চামচ গ্লিসারিন এবং ১/২ চা চামচ এলোভেরা জেল।

সমস্ত উপকরণ গুলো ভালোভাবে একসাথে মিশাতে হবে। হয়ে গেল হোমমেড রাইস সক্রিম। এই সিরাম কি আপনারা নরমাল ফ্রিজে এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। সে ক্ষেত্রে এই ক্রিম টি অবশ্যই একটি কাচের বয়াম বা কাঁচের পাত্রে রাখবেন। কেননা কাঁচের পাত্রে সংরক্ষণ করে রাখে একটি ভালো থাকবে।

এই ক্রিমটি আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন। ভালো ফলাফল পাওয়ার জন্য আপনারা রাতে ব্যবহার করবেন। এক সপ্তাহ ব্যবহারের পর পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনাদের ত্বকে টানটান ভাব থাকবে এবং আপনাদের ত্বকে একটা গ্লো ভাব চলে আসবে। রোদে পোরা দাগ কিংবা মেসতার দাগ দুর করতে সাহায্য করে।

Similar Posts

  • ইস্টার্ন রিফাইনারি নিয়োগ বিজ্ঞপ্তি

    ইস্টার্ন রিফাইনারি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 06 অক্টোবর 2024 তারিখে দৈনিক সংবাদপত্র এবং www.erl.com.bd এ প্রকাশিত হয়েছে। এই ERL সার্কুলার 2024-এর মাধ্যমে 01 টি বিভাগের পোস্টের জন্য মোট 30 জন লোক নিয়োগ করা হবে। Eastern refinery job circular চাকরির আবেদন 06 অক্টোবর 2024 সকাল 10:00 AM এ শুরু হবে এবং 05 নভেম্বর 2024 সন্ধ্যা 6:00 এ শেষ…

  • খুব সহজে খুলে নিন বিকাশ একাউন্ট

    বিকাশ এ একাউন্ট খোলা খুবই সহজ আপনার একটা এন্ড্রয়েড ফোন ও NID কার্ড থাকলেই হবে। মোবাইলে প্লে স্টোর থেকে এর app ইনস্টল করে অল্প সময়ে একাউন্ট খুলতে পারবেন। bkash account open অনলাইনে বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে নিচে দেওয়া প্রত্যেক টি স্টেপ ফলো করুন – নিজে নিজে বিকাশ একাউন্ট খুলুন:App ইনস্টল – আপনার এন্ড্রোইড মোবাইল এ…

  • স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে একটি প্রজেক্টে জনবল নিয়োগ দেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার বিভাগ পৌরসভার নাম: তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রকল্পের নাম: আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়। পদের বিবরণ স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি   চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর…

  • মশা তাড়ানোর উপায়

    আপনি চাইলেই ঘরোয়া উপায়ে দূর করতে পারেন মশার উৎপাত। তাহলে আর দেরি কেন? আসুন জেনে নিই মশা তাড়ানোর সহজ কিছু ঘরোয়া উপায়। How to keep mosquitoes away রসুনের গন্ধ হচ্ছে মশার চরম শত্রু। এ গন্ধ মশার কাছে খুবই অসহনীয়। তাই একটি পাত্রে পানি নিয়ে এর মধ্যে রসুনের কয়েকটি কোয়া ছেড়ে কিছুক্ষণ ফুটাতে হবে। এরপর সেই…

  • স্বাস্থ্যের জন্য ঘুমের প্রয়োজনীয়তা

    ঘুমের এই সমস্যা আমাদের অনেকের। এর সমাধান করার চেষ্টা করে আমরা অনেকেই ব্যর্থ হয়ে থাকি। রাতের প্রথম ভাগে ঘুমাতে চাই কিন্তু বার বার চেষ্টা করে ও আমরা ব্যর্থ হই, ফলে আমরা নিয়মিত দেড়ীতে ঘুমাই। দেড়ীতে ঘুমানোর কারণে আমাদের নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। sound sleep health ঘুম ঠিক থাকলে আমাদের মন সতেজ থাকে…

  • উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে ৫ম থেকে ২০তম গ্রেডে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ১. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স…

Leave a Reply