আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

যশোর আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ারে অথবা ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।

আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

পদের বিবরণ ও সংখ্যা 

উপাধ্যক্ষ: ১টি

অধ্যাপক, সহযোগী বা সহকারী অধ্যাপক: ১৬টি

প্রভাষক: ৯টি

রেজিস্ট্রার: ৭টি

সহকারী রেজিস্ট্রার: ৩টি

কর্মচারী (বিভিন্ন পদে): ১১টি

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে: www.amcj.edu.bd

বয়সসীমা

উপাধ্যক্ষ ও অধ্যাপক: ৬০ বছরের কম

সহযোগী অধ্যাপক: ৫৫ বছরের কম

সহকারী অধ্যাপক: ৫২ বছরের কম

রেজিস্ট্রার: ৩৫ বছরের কম

সহকারী রেজিস্ট্রার ও প্রভাষক: ৩৫ বছরের কম

কর্মচারী (সকল পদ): ৩৫ বছরের কম 

আবেদনের নিয়ম

  • আবেদন ফরম কলেজের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
  • আবেদনপত্রসহ সকল কাগজপত্র ডাকযোগে, কুরিয়ারে বা ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।
  • খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

আর্মি মেডিকেল কলেজ যশোর, যশোর সেনানিবাস।

আবেদন ফি

উপাধ্যক্ষ/অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক: ১,০০০ টাকা

রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার/প্রভাষক: ৫০০ টাকা

কর্মচারী (সকল পদ): ৩০০ টাকা

ফি ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৫     

Similar Posts