নতুন চালকদের জন্য আদর্শ ড্রাইভিং টিপস হচ্ছে, কখনো নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং ধরবেন না। ট্র্যাফিক আইন সম্পর্কে জানুন এবং মানুন। সর্বোপরি সবসময় ট্র্যাফিক আইন এবং ট্র্যাফিক পুলিশের কথা মানতে চেষ্টা করুন। রাস্তায় গাড়ি নিয়ে বের হবার আগে সব কাগজপত্র চেক করে নেবেন।
Driving jobs description
ড্রাইভার এর কাজের প্রধান দায়িত্ব ও কতর্ব্য :
-ড্রাইভার এর দায়িত্ব গাড়ী চালানো । কোম্পানির প্রয়োজনে যেকোন পন্য / মানুষ পরিবহন করা।
-গাড়ী চালানোর পূর্বে তার ফুয়েল লেভেল, পার্টস চলাচল উপযোগী আছে কিনা নিশ্চিত হয়ে গাড়ী চালনা করা।
-গাড়ীতে সংরক্ষিত লগবুক নিয়মিত আপডেট করা।
-যেকোন পন্য আনা নেয়া করার সময় সঠিকভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির নিকট থেকে বুঝে নেয়া এবং বুঝিয়ে দেয়া।
-নিজের নিরাপত্তার খাতিরে গাড়ী চালানোর সময় সর্বদা সিটবেল্ট পরিধান করা।
-গাড়ীতে সর্বদা ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষন করা।
-কোম্পানির গাড়ী সঠিক ভাবে চালানো এবং গাড়ী রক্ষনাবেক্ষন করা।
Driving jobs Circular
You must log in to post a comment.