খুব সহজে খুলে নিন বিকাশ একাউন্ট

বিকাশ এ একাউন্ট খোলা খুবই সহজ আপনার একটা এন্ড্রয়েড ফোন ও NID কার্ড থাকলেই হবে। মোবাইলে প্লে স্টোর থেকে এর app ইনস্টল করে অল্প সময়ে একাউন্ট খুলতে পারবেন।

bkash account open

অনলাইনে বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে নিচে দেওয়া প্রত্যেক টি স্টেপ ফলো করুন –

নিজে নিজে বিকাশ একাউন্ট খুলুন:
App ইনস্টল – আপনার এন্ড্রোইড মোবাইল এ play store থেকে Bkash app টি ইনস্টল করুন।

অ্যাপ ইন্সটল করার পর ওপেন করুন, প্রথমে আপনার কিছু পারমিশন চাইবে যথা ফোন কল,কন্টাক্ট এবং লোকেশনের।এগুলা এলাও করে দিন তারপর অ্যাপটি রেডি হয়ে যাবে।

রেজিস্ট্রেশন – Bkash app ওপেন করলে প্রথমে লগইন/রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন। নুতুন একাউন্ট খুলতে লগইন/রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।

-প্রথমে আপনার মোবাইল নম্বর চাইবে,আপনি পার্মানেন্ট মোবাইল নম্বর টা দিয়েদিন।

-অ্যারো বাটনে টাচ করার পর আপনি যে নম্বর টি দিয়েছেন সেটা কোন কোম্পানি বা অপারেটর সিলেক্ট করুন।

-এবার আপনার মোবাইলে six ডিজিট OTP কোড যাবে সেটা এখানে টাইপ করুন এবং অ্যারো বাটনে টাচ দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন।

-পরবর্তী স্টেপে বিকাশের শর্তাবলী কে ভালোভাবে পড়েনিন তারপর অ্যারো বাটন এ টাচ দিয়ে একসেপ্ট করুন।

ডকুমেন্ট আপলোড :

-আপনার ফোনের ক্যামেরা ওপেন করে সেখানে নিজের NID কার্ড ফ্রন্ট এর ছবি তুলে সাবমিট করুন।

-ফ্রন্ট pic সাবমিট হলে next NID কার্ডের ব্যাক এর ছবি সাবমিট করুন একই ভাবে।

আপনার NID কার্ডের ছবি সাবমিট হয়ে গেলে অটোমেটিকলি আপনার id কার্ডের ইনফরমেশন গুলো show করবে।

নিচে অ্যারো বাটনে ক্লিক করে আরো কিছু তথ্য চাইবে সেগুলো পূরণ করুন।

-প্রথমে আপনার লিঙ্গ কি তার অপসন পাবেন আপনি নিজের লিঙ্গ সিলেক্ট করুন।

-নিজের আনুমানিক মাসিক আয় সিলেক্ট করুন।

-আপনি কি পেশা করেন সেটা সিলেক্ট করুন।

এবার একটু wait করুন, তারপর শেষ ধাপ নিজের ছবি / সেলফি সাবমিট করার অপসন পাবেন। সেলফি আপলোড করুন।

শেষ ধাপ: এবার আপনি আপনার ফোন নম্বর দিয়ে বিকাশ এ লগইন করুন। [ OTP ভেরিফাই করতে হবে ]

-আপনাকে বিকাশ এর পিন সেট করতে বলবে , পর পর ২ বার ৫ ডিজিট এর পিন কন্ফার্ম করে পিন সেট করে নিন।

লগইন হওয়ার পর আপনার বিকাশ প্রোফাইল [নাম , ছবি ] কমপ্লিট করে বা স্কিপ করে ধাপ শেষ করুন।
ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ই-কেওয়াইসির মাধ্যমে একাউন্ট খুলুন

নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন:

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি
পদ্ধতিঃ

১। এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করে একাউন্ট খোলার জন্য অনুমতি নেবেন।

২। আপনার নাম্বারে পাঠানো রেফারেন্স নাম্বারটি নেবেন।

৩। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলবেন।

৪। এজেন্ট ই-কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন।

৫। সফল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
এজেন্ট পয়েন্টে কেওয়াইসি ফর্ম পূরণ করে বিকাশ একাউন্ট খুলুন
নিকটবর্তী এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয়পত্র (ফটোকপি) / ড্রাইভিং লাইসেন্স (মূল এবং ফটোকপি) / পাসপোর্ট (মূল এবং ফটোকপি)

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয়পত্র (মূল এবং ফটোকপি)/ মূল ড্রাইভিং লাইসেন্স / মূল পাসপোর্ট

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
একাউন্ট ওপেনিং ফরমটি পূরণ করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন।

বিকাশ একাউন্ট খোলার পর আপনাকে আপনার বিকাশ মোবাইল মেন্যুটি এক্টিভেট করে নিতে হবে। আপনার মোবাইল মেন্যু এক্টিভেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।

২। “ এক্টিভেট মোবাইল মেন্যু” বেছে নিন।

৩। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নম্বরটি প্রবেশ করান

৪। কনফার্ম করার জন্য আপনার পিন নম্বরটি আবার প্রবেশ করান

আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন
সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে মোবাইল রিচার্জ, ক্যাশ ইন এবং টাকা গ্রহণ সেবা ব্যবহার করতে পারবেন। তবে, আপনার KYC ফরম এর তথ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ দিনের মধ্যে আপনি “ক্যাশ আউট”, “ মোবাইল রিচার্জ “, “পেমেন্ট” এবং বিকাশ এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন। একজন গ্রাহক গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবা থেকে একাউন্ট খুললে সাথে সাথে বিকাশ এর সকল সেবা উপভোগ করতে পারবেন।

Leave a Reply