এসএসসি সিলেবাস

এসএসসি সিলেবাস

এসএসসি হল বাংলাদেশের ১০ম শ্রেণির শেষে দেওয়া একটি সরকারি পাবলিক পরীক্ষা।আগামী এসএসসি পরীক্ষার জন্য সংশোধিত (শর্ট) পাঠ্যসূচি প্রবর্তন করা হয়েছে।

SSC syllabus

এসএসসি পরীক্ষায় প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন:


২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। বিষয়গুলো হলো বাংলা, আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই পরিবর্তন এনেছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদে আগের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সঙ্গে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে।

বাংলা দ্বিতীয় পত্র: বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অনুবাদের ১০ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে।

আইসিটি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দিয়ে আগের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সঙ্গে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং: ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে পারবেন।

সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা–পরবর্তী কার্যার্থে পাঠানো হয়েছে এবং তা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।(Full PDF)


Discover more from CAREERBD

Subscribe to get the latest posts sent to your email.

Similar Posts