রাইস টোনার ব্যবহার করে অসম্ভব উপকার পেয়েছি, চেহারা ফর্সা করে এবং ত্বকের যাবতীয় দাগ একবারেই ভ্যানিশ করে .
রাইস টোনার বানানোর নিয়ম
উপকরণ : চাল (বাসার রান্নার যেকোনো ভাতের চাল বা আতব চাল ) এবং পানি এবং একটা লেবু স্লাইস করে কাটা(যাদের ত্বকে লেবু সুট করেনা তারা লেবু স্কিপ করবে)
প্রনালী :
১ টি বাটিতে একমুঠো চাল আগে ভালো করে ধুয়ে নিতে হবে।এরপর সেই চাল ১ পোয়া পানিতে সারারাত ভিজিয়ে রাখো এবং তাতে লেবু কেটে স্লাইস করে রেখে দাও(লেবু চিপা যাবেনা) তারপর সকালে চালের পানিটাকে লেবুর স্লাইস সহ ছেকে ফ্রিজে স্টোর করো, এতে ১ সপ্তাহ ভালো থাকবে। হয়ে গেল প্রস্তুত তোমার প্যাক।
ব্যবহার:
দিনেরাতে যখনই মুখ ধুবা তখনই একটি তুলার বলের সাহায্যে বা স্প্রে বোতল দিয়ে সারামুখে স্প্রে করে ম্যাসাজ করে নাও, শুকিয়ে যাবে একটুপরেই, আর ধুতে হবেনা। কতদিন ব্যবহার করতে হবে সেটা তোমার স্কিনের উপর ডিপেন্ড করবে। অন্তত ১ মাস রেগুলার লাগাও দেখবে যাদু😍😍কেউ শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ক্রিম লাগাতে পারো আবার কেউ চায়লে না ধুয়েও ক্রিম লাগাতে পারো।ওয়েলি, সেনসিটিভ,ব্রনওয়ালা সব ত্বকে দিতে পারবে যদি স্যুট করে।
আরও জানতে আমদের পেইজের সাথেই থাকুন
Related Posts
How to prevent hair loss – চুল পড়া কি বেড়ে গেছে? আধুনিক সব ট্রিটমেন্টের পরেও চুল পাতলা হয়ে যাচ্ছে? নানা কারণে চুল পড়া বেড়ে যেতে পারে। যেমন ধরুন- পরিবেশ দূষণ, বয়স, স্ট্রেস, স্মোকিং, পুষ্টির অভাব, হরমোনাল ইমব্যালেন্স, জেনেটিক কারণ, স্কাল্প ইনফেকশন, হেয়ার প্রোডাক্টের মাত্রাতিরিক্ত ব্যবহার, বেশ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, থাইরয়েড, অটোইমিউন ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, […]
পুষ্টিগুণে সমৃদ্ধ ডিম স্বাস্থ্যের জন্য দারুন উপকারী।অনেকের হয়তো জানা নেই, ডিমের সাদা অংশ ও কুসুমে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বক ও চুল পরিচর্যায় দারুন কাজ করে। তৈলাক্ত ত্বক, মুখের অবাঞ্ছিত লোম বা ব্রণের সমস্যা দূর করতে এটি কাজে লাগতে পারেন। তেমনি চুলের যত্নেও ডিমের ভূমিকা অনেক। ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার ত্বকের যত্নে […]
ত্বকের জন্য চালধোয়া পানি কতটা উপকার জানেন?ত্বকের জন্য চালধোয়া পানি! শুনতে অবাক লাগলেও এটা আসলেও সত্যি। চালধোয়া পানিরও আছে নানান গুণ। যেমন সজীব ত্বকের জন্য চালধোয়া পানি ব্যবহার করেন।অনেকেই রান্নার আগে চাল ধুয়ে পানি ফেলে দেন। এখন থেকে এমনটা আর না করে বরং তা কাজে লাগান। ত্বক থেকে স্বাস্থ্য সব কিছুরই খেয়াল রাখবে চালধোয়া পানি। […]
চুল পড়া ছেলেমেয়ে উভয়েরই রোজকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত এই সমস্যাই ভুগছি। চুল পড়া রোধে দামি দামি ওষুধ ও প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু কিছুতেও কিছু হয় না। তবে চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে। কারণ ভেদেই মূলত চুল পড়া সমস্যার সমাধান করাটাই ভালো। তবে পেয়ারা পাতার ব্যবহারে আপনি পেতে পারেন জাদুকরী সমাধান।পেয়ারা পাতায় অ্যান্টি […]
অয়েলি স্কিনের জন্য টিপস😍😍 অয়েলি স্কিনের জন্য ক্লিনজিং, টোনিং ও ময়েস্চারাইজিং নিয়মিত প্রয়োজন। এটাই প্রথম এবং গুরুত্বপূর্ণ শর্ত। এক্ষেত্রে আপনি ক্লিনজিং এর জন্য ভালো একটা ফেসওয়াস ব্যবহার করতে পারেন। টোনিং এর জন্য ঠান্ডা গ্রীন টি লিকার বা টমোটোর জুস ও মধু মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আর শশা ময়েস্চারাইজার হিসেবে ত্বকের জন্য অনবদ্য। এছাড়া […]