মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

অজস্র দাগছোপের কারণে মুখ দেখানো দায়! চোখের নীচে, গালে, কপালে রয়েছে অপ্রত্যাশিত কালো দাগছোপ। এই দাগছোপ যেন পিছু ছাড়তে চায় না। কত কিছুর পরেও কোনও ফল পাননি? দাগছোপ মুক্ত মুখশ্রী কী আপনার স্বপ্ন? তবে জেনে নিন সহজ কয়েকটি ঘরোয়া উপায়, যা আপনার ত্বকের দাগছোপ দূর করে মুখশ্রীকে উজ্জ্বল করে তুলবে।

মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

লেবুর রস : কালো দাগ তুলতে কার্যকরী হয় লেবু। ভিটামিন C সমৃদ্ধ লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও কালো দাগ দূর করে। দাগের উপর কিছুক্ষণ লেবুর রস ঘষতে থাকুন, শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন। রেগুলার লেবুর রসের ব্যবহার আপনার মুখের কালো দাগ দূর হতে পারে।

বাটারমিল্ক : ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ বাটারমিল্ক ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। কালো দাগছোপকে দূর করে ত্বকের কোমলতা ও জেল্লা ফিরিয়ে আনে।

ওটমিল : ডেড স্কিন দূর করে ত্বকের সুস্বাস্থ্য গড়ে তুলতে এটি কার্যকরী। এক চামচ ওটমিল পাউডার জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।

চন্দনকাঠ : মুখের দাগ তুলতে অসাধারণ কাজ দেয় চন্দন। চন্দন কাঠের গুঁড়ো জলে বা গোলাপ জলে মিশিয়ে ব্যবহার করুন। পারলে সপ্তাহে প্রত্যেকদিন এটি ব্যবহার করলে আশানুরূপ ফল দেখতে পাবেন।

আমন্ড : কয়েকটি আমন্ড সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে তা বেঁটে একটা পেস্ট তৈরি করে নিন। তাতে একচামচ চন্দনকাঠের গুঁড়ো, মধু বা দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি কালো দাগের উপর লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে জল দিয়ে মুখ ধুয়ে নিন।

আলু : কালো দাগ মেটাতে কার্যকরী ফল দেয় আলুর রস। আলুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।

টোম্যাটো : ফ্রেশ টোম্যাটো স্লাইস করে কেটে মুখের দাগছোপের উপর রাখুন। সপ্তাহে দুদিন এর ব্যবহার করুন।

হলুদ : ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদ ফলদায়ক। এক চামচ হলুদ গুঁড়ো, সামান্য লেবুর রস ও দুধ মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। কয়েক মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু-বার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

পিঁয়াজ : পিঁয়াজের রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের দাগের উপর লাগিয়ে রাখুন ২০ মিনিট। জল দিয়ে মুখ ধুয়ে নিন।

পেঁপে : পাকা পেঁপের লেই মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। সামান্য লেবুর রস মিশিয়েও তা ব্যবহার করতে পারেন।

আনারস : আনারসের রস মুখের সমস্ত অংশে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর মুখ জল দিয়ে ধুয়ে নিন। কয়েকদিনের ব্যবহারে কার্যকরী ফল দেখতে পাবেন।

তরমুজ : তরমুজের টুকরো নিয়ে মুখের দাগের উপর ঘষতে থাকুন বেশ কিছুক্ষণ। সপ্তাহে দু-বার এর ব্যবহারে আশানরূপ ফল দেখতে পাবেন।

শসা : শসা মুখের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে কার্যকরী। কয়েকটি শসার টুকরো নিয়ে একটা পেস্ট তৈরি করে নিন, তাতে সামান্য মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান।

দুধ ও মধু : দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে কালো দাগের উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ জল দিয়ে ধুয়ে নিন। টানা কয়েকদিনের ব্যবহারে আপনার মুখের দাগ উধাও হয়ে যাবে।

অ্যালোভেরা : অ্যালোভেরা জেল বা রস, মুখের দাগের উপর আলতো হাতে মালিশ করে নিন। রেগুলার এর ব্যবহারে আপনার মুখের দাগ মুছে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে

Similar Posts

  • খুব সহজে খুলে নিন বিকাশ একাউন্ট

    বিকাশ এ একাউন্ট খোলা খুবই সহজ আপনার একটা এন্ড্রয়েড ফোন ও NID কার্ড থাকলেই হবে। মোবাইলে প্লে স্টোর থেকে এর app ইনস্টল করে অল্প সময়ে একাউন্ট খুলতে পারবেন। bkash account open অনলাইনে বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে নিচে দেওয়া প্রত্যেক টি স্টেপ ফলো করুন – নিজে নিজে বিকাশ একাউন্ট খুলুন:App ইনস্টল – আপনার এন্ড্রোইড মোবাইল এ…

  • কিভাবে ল্যাপটপ এর গতি বাড়ানো যায়

    ল্যাপটপ কিংবা ডেস্কটপ দীর্ঘদিন ব্যবহারের ফলে প্রচুর টেম্পোরারি ফাইল এবং জাঙ্ক তৈরি হয়। এ ছাড়াও ধুলোবালি পড়ে যন্ত্রাংশগুলো পুরোনো হতে থাকে এবং সফটওয়্যার আপডেট না করার ফলে ল্যাপটপ স্লো হয়ে যায়। জরুরি কাজ করছেন এমতাবস্থায় ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। এমন বিড়ম্বনা থেকে বাছতে ল্যাপটপকে ফাস্ট করা প্রয়োজন। SpeedUP Laptop ল্যাপটপের গতি বাড়ানোর সহজ কয়েকটি উপায়…

  • শিশুর মানসিক বিকাশে করণীয় কি

    সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না; শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখতে হবে। সাধারণভাবে আমরা শিশুর শারীরিক বিকাশে যতটা মনোযোগ দিই, মানসিক বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। কিন্তু মানসিকভাবে সুস্থ না হলে শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। child mental development শিশুর সামগ্রিক বিকাশে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শিশুর…

  • বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ১১ থেকে ১৬তম গ্রেডে ১১২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ১. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা পদসংখ্যা: ১৯ যোগ্যতা: এমকম (স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে…

  • গুগল ম্যাপে লোকেশন যুক্ত করুন

    অপরিচিত কোথাও যেতে চাইলে অনেকেই গুগল ম্যাপসের ওপর ভরসা করেন। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান গুগল ম্যাপসে যুক্ত থাকে না। সেক্ষেত্রে আপনিও চাইলে যেকোনো অফিস ও দোকান ম্যাপসে যুক্ত করতে পারবেন।আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই তা সম্ভব। কীভাবে যুক্ত করবেন দেখে নিন।   -প্রথমেই ‍গুগল ম্যাপস চালু করতে হবে।-অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা…

  • গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

    শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান গাজী গ্রুপে ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম: গাজী গ্রুপ বিভাগের নাম: হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড পাম্পম্যান পদের নাম: সেলস অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন:…

Leave a Reply