খুলনা সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা সিটি করপোরেশন পূর্ত বিভাগে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে তিনজনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

খুলনা সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

 

  • ১. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৪০ বছর। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
    বেতন: সাকল্যে মাসিক বেতন ৫০,০০০ টাকা।

  • ২. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) বা সমমানের পদে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
    বেতন: সাকল্যে মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের পদের নাম, প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজি), পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদের নম্বর ও তারিখ, জন্ম তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল/টেলিফোন নম্বর ও ই-মেইল, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাদা কাগজে আবেদন করে ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি:

মেয়র, খুলনা সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মেয়র, খুলনা সিটি করপোরেশন, নগর ভবন (সাধারণ প্রশাসনিক শাখা), খুলনা।

আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৪।

Similar Posts

  • দাউদ থেকে মুক্তির উপায়

    দাউদ এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন। একে ইংরেজিতে রিং ওয়ার্ম বলা হয়। এটি চুলকানির মতো কষ্টকর ত্বকের রোগ হওয়ার প্রবণতা দেখা দেয়। শরীরের যেকোনো অংশেই এটা হতে পারে। দাউদ থেকে মুক্তির উপায় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটি ছোঁয়াচে রোগ। তাই এই রোগের প্রকোপ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। তবে আধুনিক মেডিসিনের সাহায্যে…

  • বিআইএফপিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি

    ১১টি পদে ৩৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডে (বিআইএফপিসিএল)। আগ্রহীরা আগামী ২৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। বিআইএফপিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: রামপাল, বাগেরহাট আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংক এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: অনলাইনের মাধ্যমে…

  • কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি

    জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে কাজী ফার্মস গ্রুপ। শিল্প প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা চাইলে আবেদন করতে পারেন। কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ বিভাগের নাম: সেলস পদের নাম: ট্রেইনি অফিসার/অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: তিন (৩) বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে…

  • শিশুর মানসিক বিকাশে করণীয় কি

    সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না; শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখতে হবে। সাধারণভাবে আমরা শিশুর শারীরিক বিকাশে যতটা মনোযোগ দিই, মানসিক বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। কিন্তু মানসিকভাবে সুস্থ না হলে শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। child mental development শিশুর সামগ্রিক বিকাশে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শিশুর…

  • ডিম সালাদ রেসিপি

    ডিম সালাদ রেসিপি – সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে তৈরি করুন ডিম সালাদ রেসিপি। ডিম সালাদ রেসিপি ডিম সালাদ রেসিপি উপকরণঃ -ডিম (৬ টি) -ময়োনিজ (আধা কাপ) -ধনিয়া পাতা (কুচি কুচি) -কাঁচা মরিচ (কুচি কুচি) -টমেটো (ছোট কাটা) -পোস্ত বাটা (চা চামচ) -কাঁচা লঙ্কা বাটা (চা চামচ) -লবন (স্বাদ অনুযায়ী) সালাদের পরিমাণ ভেদে উপকরণের পরিমান কম…

  • মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

    অজস্র দাগছোপের কারণে মুখ দেখানো দায়! চোখের নীচে, গালে, কপালে রয়েছে অপ্রত্যাশিত কালো দাগছোপ। এই দাগছোপ যেন পিছু ছাড়তে চায় না। কত কিছুর পরেও কোনও ফল পাননি? দাগছোপ মুক্ত মুখশ্রী কী আপনার স্বপ্ন? তবে জেনে নিন সহজ কয়েকটি ঘরোয়া উপায়, যা আপনার ত্বকের দাগছোপ দূর করে মুখশ্রীকে উজ্জ্বল করে তুলবে। মুখের কালো দাগ দূর করার…