বাংলালিংক ইন্টারনেট অফার

139 views
0

বাংলালিংক ইন্টারনেট অফার সহজে পেতে আপনার ফোনের প্রতদিনের এসএমএস লক্ষ্য করুন।আপনার ফোনে বাংলালিংক এ্যাপ ইন্সটল করুন।এ্যাপের ইন্টারনেত অপশন থেকে মাই অফার এ ক্লিক করলে আপনি আপনার সমস্ত ইন্টারনেত অফার দেখতে পাবেন।

Banglalink internet offer

Banglalink internet offer
Banglalink internet offer

বাংলালিংকের ইন্টারনেট অফার দেখার কয়েকটি সহজ উপায় তুলে ধরা হলঃ

Banglalink internet offer USSD Code

আপনার ফোনের ডায়ালপ্যাডে নিচের কোডগুলো ব্যবহার করুন

ইন্টারনেট অফার দেখার কোডঃ *121*2#

কোড ডায়াল করার পর স্ক্রিনে অফার লিস্ট আসবে। সেখান থেকে পছন্দের প্যাক সিলেক্ট করে কিনতে পারবেন।

MyBL App

ধাপ:

1. আপনার ফোনে MyBL App ইনস্টল করুন (Google Play Store বা App Store থেকে)।
2. আপনার Banglalink নম্বর দিয়ে লগইন করুন।
3. Internet Offers বা Bundles সেকশনে যান।
4. সেখানে সব অফার (দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বিশেষ অফার) দেখতে ও কিনতে পারবেন।

অ্যাপে অফারগুলো সবচেয়ে হালনাগাদ থাকে এবং মাঝে মাঝে “App-exclusive” ডিসকাউন্টও দেয়।

ওয়েবসাইট থেকে

অফিসিয়াল ওয়েবসাইটে যান: [https://www.banglalink.net]
সেখান থেকে Internet Offers সেকশন খুলে বর্তমান সব প্যাক, মূল্য ও মেয়াদ দেখতে পারবেন।

এসএমএসের মাধ্যমে

কিছু নির্দিষ্ট অফার এসএমএসে আসে — যেমন

  • Buy 3GB @Tk49, valid 3 days

এগুলো কিনতে শুধু রিপ্লাই করুন Buy বা উল্লেখিত শর্ট কোড পাঠান।

কী ভাবে পছন্দের প্যাক বেছে নেবেন

– যদি আপনি হালকা / দৈনন্দিন গ্রাহক হন (যেমন মেসেজ, সোশ্যাল মিডিয়া, হালকা ব্রাউজিং) — তাহলে সপ্তায় ১-২ জিবি প্যাক, যেমন “২ জিবি ৭ দিন” প্যাক ভালো।
– যদি আপনি স্ট্রিমিং/ভিডিও বেশি ব্যবহার করেন — তাহলে ৩০ দিন মেয়াদি বড় প্যাক (যেমন ৬০-৮০ জিবি) বেছে নিন।
– যদি আপনি নতুন ফোন বা রাউটার কিনছেন — তাহলে স্মার্টফোন ক্রয় বা রাউটার প্যাকের অফারগুলো ভালো হতে পারে।

খেয়াল করার বিষয়:

– প্রতিটি প্যাকের মেয়াদ এবং শর্ত ভালো করে পড়ুন (যেমন: ৭ দিন, ৩০ দিন ইত্যাদি)।
– যে অফারে “সামান্য ডেটা + OTT সাপোর্ট” আছে, সেটা সব ধরনের ইউজ-দৃষ্টিতে সেরা নাও হতে পারে যদি আপনি অনেক ডেটা ব্যবহার করেন।
– অফার সময় সময় পরিবর্তন হতে পারে — তাই ব্যবহার করার আগে Banglalink-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ চেক করুন।

 

SkyFly Changed status to publish 3 days ago
0

বাংলালিংক ১৫ জিবি মাত্র ১৯৯ টাকা

মেয়াদঃ ৭ দিন

বিস্তারিত

  • এই অফারটি সকল রেজিস্টার্ড বাংলালিংক প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য (RYZE গ্রাহক ব্যতীত), যা বাংলালিংকের ওয়েবসাইটে পাওয়া যায়

  • সকল রেজিস্টার্ড প্রিপেইড গ্রাহকরা (RYZE গ্রাহক ব্যতীত) অফারটির মেয়াদকালে যতবার খুশি এই অফারটি নিতে পারবেন

  • মেয়াদ থাকা অবস্থায় যদি একই অফারটি পুনরায় কেনা হয়, তাহলে পূর্বের অফারের অব্যবহৃত ইন্টারনেট ভলিউম নতুন অফারের সাথে যোগ হবে

  • এই অফারের ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর আপনাকে ১ টাকা/MB Pay-As-You-Go রেট (ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ছাড়া) চার্জ করা হবে

  • Pay-As-You-Go ব্যবহারের পরিমাণ ৫ টাকা (VAT, SD ও সারচার্জ ছাড়া) অতিক্রম করলেই স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যাবে। এরপর Pay-As-You-Go সুবিধা আর নেওয়া যাবে না

  • অফারের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ইন্টারনেট আর ব্যবহার করা যাবে না

  • অফারটি গ্রহণের পর MyBL ওয়ালেট/অ্যাকাউন্ট বা MSISDN-এ কোনো টাকা বা ব্যালেন্স যুক্ত হবে না

  • প্যাকের মূল্যে ভ্যাট, এসডি এবং এসসি অন্তর্ভুক্ত

  • গ্রাহকদের ডিভাইস, ব্যবহারের ধরন এবং সামগ্রিক নেটওয়ার্ক পরিবেশের উপর নির্ভর করে ইন্টারনেটের স্পিড পরিবর্তিত হবে

  • অটো-রিনিউ ম্যানেজ করতে *১২১*১# ডায়াল করুন। ঘণ্টাভিত্তিক মেয়াদপত্রের ক্ষেত্রে অটো-রিনিউ প্রযোজ্য নয়

  • অটো-রিনিউ সুবিধা নিতে হলে গ্রাহকের MyBL ওয়ালেট/অ্যাকাউন্ট/MSISDN-এ পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে

  • প্রযুক্তিগত সীমাবদ্ধতা বা কার্যক্রমগত কারণে বাংলালিংক যে কোনো সময় এই অফার পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে

  • গ্রাহকগণ সম্মত যে, এ ধরনের পরিবর্তনের কারণে ক্ষতি হলে বাংলালিংক দায়ী থাকবে না এবং এ বিষয়ে বাংলালিংককে দায়মুক্ত রাখবেন

SkyFly Answered question October 17, 2025
Write your answer.
Close
JOBS
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact