ক্যাডেট কলেজে ভর্তি তথ্য

আপনার সন্তানকে কি ক্যাডেট কলেজে পড়াতে চান? এখন থেকেই পরীক্ষার সঠিক পরিকল্পনা আর সঠিক প্রস্তুতি নিলে আপনার সন্তানের ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ হতে পারে। ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ে হবে বা কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে আর কী কী বিষয়ে আপনার সন্তানকে কীভাবে প্রস্তুতি নিতে হবে, তার বিস্তারিত তথ্য রয়েছে এখানে।

cadet college admission

 

ক্যাডেট কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

২০২৫ সালের ভর্তির বিজ্ঞপ্তি অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তিপ্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত-

ভর্তি পরীক্ষার সিলেবাস: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়।

ভর্তি পরীক্ষার বিষয়: মোট নম্বর ৩০০। প্রশ্ন থাকে গণিতে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

আবেদন ফি : ২ হাজার ৫০০ টাকা।

ক্যাডেট কলেজে পরীক্ষার জন্য যে যোগ্যতা লাগে-

ক. জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

খ. শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গ. বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

ঘ. শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।

ঙ. উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।

চ. সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

 

আবেদনের সময় যেসব কাগজপত্র লাগবে-

ক. পঞ্চম শ্রেণির বাষি৴ক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজিমাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।

খ. জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত ফটোকপি।

গ. অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা/ইংরেজিমাধ্যম/মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।

ঘ. পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

ঙ. প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

জেনে রাখুন-

ক. আবেদন করার সম্ভাব্য সময়: নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৫।

খ. লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় শুক্রবার।

গ. বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact
Scroll to Top