ডিগ্রি পরীক্ষার রুটিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী, ২৯ জানুয়ারি শুরু হবে পরীক্ষা। ওই দিন ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ পরীক্ষা হবে।

Degree exam routine

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা একটায় শুরু হবে পরীক্ষা। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষা চলাকালে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে হবে শিক্ষার্থীদের।

ডিগ্রি পরীক্ষার রুটিন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের password ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের পূর্বে প্রবেশপত্রে অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

ডিগ্রি ও ১ম বর্ষ পরীক্ষার রুটিন ডাউনলোড

ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। (ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরীক্ষার্থীরা নিজ দায়িত্বে জেনে নেবেন। ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে। ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর রোল বিবরণী ডাউনলোডের পর প্রিন্ট করা ২ কপির ১ কপি সংশ্লিষ্ট কলেজ সংরক্ষণ করবে এবং ১ কপি কেন্দ্রে জমা দেবে। ফি বাবদ আদায় করা ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে কেন্দ্রের) নিকট পরীক্ষা অনুষ্ঠানের তিন দিন আগেই জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০ টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীর হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার রুটিন

সরাসরি দেখুন এখানে

পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষাসংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালে প্রতিদিন অন্তত তিনবার (সকাল, দুপুর ও রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। কোনো বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।

Leave a Comment

Job Circular
Business
Entrepreneur
Scroll to Top