ফ্রিল্যান্সার আইডি কার্ডের আবেদন
ফ্রিল্যান্সার আইডি কার্ড হল সকার প্রদত্ত একটি পরিচয়পত্র যার মাধ্যমে ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি–বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
Freelancer ID card
সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্ল্যাটফর্ম এ নিবন্ধন করে ফ্রিল্যান্সাররা বিনা মূল্যে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।এটি ফ্রিল্যান্সারদের পরিচয় বহন করে।
ফ্রিল্যান্সার আইডি কার্ড পাওয়ার যোগ্যতাঃ
ফ্রিল্যান্সার আইডি কার্ডটি মূলত ডিজিটাল কার্ড। চাইলেই যে কেউ এই কার্ড পাবেন না। ফ্রিল্যান্সার আইডি কার্ড পাওয়ার জন্য অবশ্যই গত এক বছরে ফ্রিল্যান্স কাজ করে ন্যূনতম ৫০ মার্কিন ডলার আয় করতে হবে।
ফ্রিল্যান্সার আইডি কার্ড এর আবেদন প্রক্রিয়াঃ
এই প্ল্যাটফর্মে প্রবেশ করে মার্কেটপ্লেসের প্রোফাইল লিংক/ই-মেইলে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের তথ্য/ওয়ার্ক অর্ডার/আয়ের স্ক্রিনশট/ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক বিবরণীসহ জাতীয় পরিচয়পত্রের ছবি, ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বর জমা দিয়ে নিবন্ধন করতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে।
ব্যাংকিং সুবিধা ও স্বীকৃতি
ডিজিটাল এই আইডি যাতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে, সে লক্ষ্যে শিগগিরই বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠাবে আইসিটি বিভাগ। এর ফলে ভবিষ্যতে ম্যানুয়াল আইডির পরিবর্তে এই ডিজিটাল আইডি দিয়েই ফ্রিল্যান্সাররা তাঁদের আয়ের স্বীকৃতি ও ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
Discover more from CAREERBD
Subscribe to get the latest posts sent to your email.