চাকরির আবেদনপত্র লেখার নিয়ম

Job application বা দরখাস্ত লেখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনক্রমে বাদ দেওয়া সম্ভব নয়। আপনি যে ধরনের দরখাস্ত লিখুন না কেন, দরখাস্ত লেখার সময় আপনাকে নিচের নিয়মগুলো মেনে দরখাস্ত লিখতে হবে।

Job application


প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
আবেদনের বিষয়।
সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম ইত্যাদি।
আবেদনের বিষয়ে গঠনমূলক বর্ণনা।
আবেদনকারী নাম ও ঠিকানা।
আবেদনের সঠিক তারিখ।
দরখাস্ত লেখার নিয়ম (দরখাস্ত লেখার নমুনা)
কাজের ধরণ অনুসারে বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা আলাদা হয়। কেউ চেষ্টা করলেও সব ধরনের দরখাস্তের নমুনা এক সাথে শেয়ার করে দিতে পারবে না। সকলের সুবিধার্তে সবচাইতে বহুল ব্যবহৃত কয়েকটি দরখাস্তের নমুনা এখানে শেয়ার করে দেওয়া হলো।


সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন

Job application sample


বরাবর
সভাপতি
ঈদগাহ্ বাজার উচ্চ বিদ্যালয়
জকিগঞ্জ, সিলেট।

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০১/০১/২০২১ খ্রিঃ তারিখে দৈনিক “সিলেট এর ডাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।


১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। ধর্মঃ
৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড
SSC
HSC
HONOURS


১০। অভীজ্ঞতাঃ

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
………………………………..
মোবাঃ ০১৭১০-০০০০০০
তারিখ-০১/০১/২০২১ খ্রিঃ

Similar Posts

Leave a Reply