প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলো খুঁজছে আধুনিক চিন্তাভাবনাসম্পন্ন, ডিজিটাল সাংবাদিকতা ও প্রযুক্তিতে দক্ষ সাংবাদিক। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে অথবা নিয়োগ বিজ্ঞপ্তির কিউআর কোড স্ক্যান করে আবেদনপত্র পাঠাতে পারেন।

প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি

 

কাজের ক্ষেত্র—

ডেস্ক, রিপোর্টিং, বাণিজ্য, বিনোদন, ফিচার, মাল্টিমিডিয়া (ভিডিও সেকশন) ও কিশোর আলো ম্যাগাজিন।

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

• স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইংরেজি, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা—যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

• আধুনিক সাংবাদিকতা-সংশ্লিষ্ট প্রযুক্তিগত দক্ষতা

• বহুমাত্রিক কাজ ও দ্রুত শেখার মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার মানসিকতা;

• বাংলা ও ইংরেজি ভাষায় লেখার পারদর্শিতা;

• চাকরির পূর্ব অভিজ্ঞতা নিষ্প্রয়োজন।

বেতন-ভাতা

প্রাতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন পাবেন শিক্ষানবিশ সাংবাদিকেরা।

 

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্ত এই ই-মেইলে (career@prothomalo.com) পাঠাতে পারেন অথবা নিয়োগ বিজ্ঞপ্তির কিউআর কোডটি স্ক্যান করে আবেদন করতে পারেন।

আবেদন পাঠানোর শেষ সময়ঃ ১০ জানুয়ারি, ২০২৫।

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact
Scroll to Top