খুচরা ব্যবসার ধারণা

যে সমস্ত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোন উৎস হতে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রয় করে তাকে Retail Business বা খুচরা ব্যবসায় বলে।

Retail Business

এখানে আমরা খুচরা ব্যবসা কি, খুচরা ব্যবসার ধারণা, ভিবিন্ন রকম প্রচলিত খুচরা ব্যবসা, খুচরা ব্যবসার লাভ ও ভিবিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করবো।

খুচরা ব্যবসা কি ?

খুচরা ব্যবসায়ের প্রধান কাজ হলো পণ্য ক্রয় বা সংগ্রহ করা। ভোক্তাদের রুচি, পছন্দ ও চাহিদা অনুযায়ী উত্পাদক, আমদানিকারক, পাইকার ইত্যাদি বিভিন্ন উত্স হতে পণ্য ক্রয় বা সংগ্রহ করে ভোক্তার নিকট বিক্রি করা।

খুচরা ব্যবসার ধারণা

Retail Business
Retail Business

বিকাশ ও ফ্লেক্সিলোড বিজনেস

প্রয়োজনীয় কোডঃ

বিকাশঃ *247#

নগদঃ *167#

উপায়ঃ *268#

ইজিলোড(রবি ও এয়ারটেল) : *888*number*TK*pin#

ফ্লেক্সিলোড(জিপি): *222*number*TK*0*pin#

এসআর ডিল

বিকাশঃ প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম ২০০০

নগদঃ প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম ২০০০

উপায়ঃ প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম ৫০০

ইজিলোড(রবি ও এয়ারটেল) : প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম (রবি-২০০/এয়ারটেল বাধ্যতামূলক নয়)

ফ্লেক্সিলোড(জিপি): একদিন পর পর  ট্রানজেকশন মিনিমাম ২০০

Similar Posts

  • ডিলারশিপ ব্যবসার নিয়ম

    ডিলারশিপ ব্যবসা বেশ লাভজনক একটি ব্যবসা। ডিলার ব্যবসায় ঝুঁকি তুলনামূলক কম এবং লাভের পরিমাণ বেশি। আপনার চাই শুধু মার্কেটিং নলেজ, বিজনেস প্লানিং আর উপস্থিত বুদ্ধি। Dealership business in Bangladesh   কোন কোম্পানির ডিলারশিপ নেওয়ার মানে হল, একটি নিদিষ্ট এলাকায় ঐ কোম্পানির পণ্যের বিপণন এবং বণ্টন, সহ যাবতীয় কাজের দায়িত্ব পালন করা। আর যিনি এই দায়িত্ব

  • আত্ম কর্মসংস্থান বা ব্যবসা শুরু করুন

    আমাদের সমাজে রয়েছে অসংখ্য আলোক বর্তিকা, অসংখ্য সম্ভাবনা, অফুরন্ত সম্পদ ভান্ডার, শুধু দুই চক্ষু মেলে দেখতে হবে, আর দেখার মত চোখ থাকতে হবে। অমিত সম্ভাবনার এই বাংলাদেশে রয়েছে প্রায় ২ কোটি উচ্চ শিক্ষিত যুবক যারা প্রতিদিন চাকুরি নামক সোনার হরিণ ধারার জন্য আবেদন পত্র লিখতে লিখতে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এই সমস্যার সমাধান

  • ড্রাগন ফল চাষ পদ্ধতি

    ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম ২০০৭ সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোন পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারনত ১.৫ থেকে ২.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

  • এজেন্ট ব্যাংকিং এর ধারণা

    আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের সেবা দিতে ২০১৭ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হয়। গ্রামাঞ্চলের মানুষকে সেবা দেওয়া এজেন্ট ব্যাংকিংয়ের মূল লক্ষ্য। ব্যাংকের শাখা নেই এসব এলাকায় নিজস্ব বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে, এমন ব্যক্তি ব্যাংকের এজেন্ট হতে পারেন। কোনো ধরনের বাড়তি চার্জ ছাড়া এ সেবা দেওয়ার নিয়ম রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ে কোনোভাবেই গ্রাহক যেন প্রতারিত না

  • কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন

    সফল হতে হলে সফল উদ্যোক্তা হওয়ার উপায় জানতে হবে। সফল উদ্যোক্তার জীবনী পড়ার দ্বারা, সহজেই সফল হওয়ার মূলমন্ত্র জানা সম্ভব। আমাদের অনেকের স্বপ্ন একজন সফল উদ্যোক্তা হওয়া। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে, অনেকেই ব্যর্থ হয়ে যান। How To Become An Entrepreneur দক্ষতা থাকলে যেকোন বয়সেই উদ্যোক্তা হওয়া সম্ভব।সত্যিকারার্থে বলতে গেলে। উদ্যোক্তা হওয়ার বিশেষ কোনও মুহূর্ত

  • রঙিন মাছ চাষ পদ্ধতি

    আমদের দেশে রঙিন মাছগুলোর বর্তমানে বেশ চাষাবাদ করা হচ্ছে। রঙিন মাছের চাষ বিভিন্ন প্রজাতির জন্য বিভিন্ন রূপ৷ এই মাছের মধ্যে কিছু আছে আমাদীর দেশী এবং কিছু আছে বাইরের দেশের। এই সকল মাছ বাড়িতে চৌবাচ্চার মধ্যে চাষ করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি ইচ্ছা করলে এই মাছ আপনার বাড়িতে চৌবাচ্চায় এই মাছের চাষ করতে পারেন। Goldfish

Leave a Reply