রবি রিচার্জ অফার

যারা রবি সিম ব্যবহার করেন তারা বিভিন্ন উপায়ে রিচার্জ বা ইজিলোড করে থাকেন।ইজিলোডের দোকান থেকে লোড করার পাশাপাশি বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস, থার্ড পার্টি এপস ও প্রচলিত ব্যাংকিং সেবা থেকে ও ইজিলোড করে থাকেন।

Robi recharge offer

Robi recharge offer
Robi recharge offer

রবি সিমে ইজিলোড করার নিয়ম

যারা রবি সিম ব্যবহার করেন তারা বিভিন্ন উপায়ে রিচার্জ বা ইজিলোড করে থাকেন।ইজিলোডের দোকান থেকে লোড করার পাশাপাশি বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস, থার্ড পার্টি এপস ও প্রচলিত ব্যাংকিং সেবা থেকে ও ইজিলোড করে থাকেন।

রিচার্জ শপ বা মোবাইল দোকান

যেকোনো মোবাইল রিচার্জ দোকান থেকে সরাসরি রবি নম্বরে রিচার্জ করানো যায়।

দোকানদারকে আপনার রবি নাম্বার ও রিচার্জ টাকার পরিমাণ দিন।তিনি আপনার নাম্বারে সাথে সাথে রিচার্জ করে দেবে।

রবি ইজি লোড প্রক্রিয়াঃ [শপ কীপার]

ইজিলোড এর দোকানদার বা ব্যবসায়ীরা কিভাবে লোড দে সেটা আমরা এখন দেখবো। সাদারনত দোকান্দাররা একটি USSD কোড ডায়াল করে লোড দিয়ে থাকে।

কোডটি হলঃ

*৮৮৮*ফোন নাম্বার*টাকা*পিন নাম্বার#

তারপর লোডের সিমের কল বাটন ক্লিক করলে রিচার্জ হয়ে যাবে।

নোটঃ

-ফোন নাম্বার এর জায়গায় যে নাম্বারে রিচার্জ দিতে হবে সেই নাম্বার লিখতে হবে।

-টাকার জায়গায় রিচার্জ এর টাকার পরিমাণ লিখতে হবে।

-পিন নাম্বার এর জায়গায় লোদের সিমের গোপন পিন নাম্বার দিতে হবে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)

ব্যবহারযোগ্য সার্ভিসগুলো:

– বিকাশ (bKash)
– নগদ (Nagad)
– রকেট (Rocket / Dutch-Bangla Bank)
– Upay, SureCash, mCash ইত্যাদি

উদাহরণ (বিকাশে):

– বিকাশ অ্যাপে → “Mobile Recharge” → “Robi” সিলেক্ট করুন → নম্বর ও পরিমাণ দিন → “Recharge Now”

ব্যাংক অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং

অনেক ব্যাংকের মোবাইল অ্যাপ বা অনলাইন ব্যাংকিং থেকে রবি রিচার্জ করা যায়।
যেমন:

– BRAC Bank, DBBL, City Bank, Islami Bank, etc.

পদ্ধতি:

– আপনার ব্যাংকের অ্যাপে “Mobile Recharge” বা “Top-Up” অপশন → “Robi” → নম্বর ও পরিমাণ → “Confirm”

Robi Self-Care / My Robi App

Robi-এর নিজস্ব অ্যাপ ব্যবহার করেও রিচার্জ করা যায়।

পদ্ধতি:

1. Play Store/App Store থেকে My Robi App ইনস্টল করুন
2. লগইন করুন
3. “Recharge” বা “Top Up” এ যান
4. কার্ড বা মোবাইল ওয়ালেট দিয়ে পেমেন্ট দিন

USSD কোডের মাধ্যমে (স্ক্র্যাচ কার্ড বা রিচার্জ পিন)

যদি আপনি দোকান থেকে **রবি রিচার্জ কার্ড** কিনে থাকেন, তাহলে:

– *123*PIN নম্বর#`
– কল বাটন চাপুন।

অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম

যেমন:

-Recharge.com
-Ding
-Payoneer Mobile Top-Up (বিদেশ থেকে)
-Robi website** ([https://www.robi.com.bd](https://www.robi.com.bd))