সিম রেজিস্ট্রেশন চেক

  • Post category:Digital BD
  • Post last modified:September 16, 2023

সিম রেজিস্ট্রেশন চেক | বাংলাদেশের অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেন না তার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে।

Sim registration check

Sim registration check
Sim registration check

জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। তবে এজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।

আসুন, জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে :

প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড ও পোস্ট পেইড কোন কম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।

এই মেসেজ টিতে শুধু মাত্র রেজিস্ট্রেশনকৃত সিম এর প্রথম ও শেষের ৩ ডিজিট দেখাবে ।

You are currently viewing সিম রেজিস্ট্রেশন চেক
Sim registration check

Leave a Reply