মার্কিন দূতাবাস নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

মার্কিন দূতাবাস নিয়োগ বিজ্ঞপ্তি

  • পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ডাটা অ্যানালিটিক্স (ডাটা সায়েন্স), পরিসংখ্যান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডাটা অ্যানালিটিক্সে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা ভিজুয়ালাইজেশন টুলের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষাদক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন: মাসিক বেতন ১,১৪,৮০০ টাকা। ছাড়াও মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদনঃ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এ লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৪।

Similar Posts

  • আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

    আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি – শীর্ষস্থানীয় সুপার শপ আগোরা লিমিটেডে ‘সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড বিভাগের নাম: ইনফরমেশন টেকনোলজি পদের নাম: সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই) অভিজ্ঞতা: ০৪ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির…

  • Data Entry Operator | ডাটা এন্ট্রি অপারেটর

    ডাটা এন্ট্রি হচ্ছে কোন তথ্য লিপিবদ্ধ করা বা সংরক্ষন করা। বিস্তার র্অথে ডাটা এন্ট্রি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোন ডাটা একটি স্থান বা প্রোগ্রাম থেকে অন্য একটি স্থানে বা প্রোগ্রামে প্রতিলিপি করাকে ডাটা এন্ট্রি বলে। ডাটা গুলো হতে পারে পিডিএফ থেকে ওয়ার্ড বা ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করা, কোন ফাইল ডাউনলোড করা, হাতে লেখা কোন…

  • উপজেলা নির্বাহী অফিস নিয়োগ বিজ্ঞপ্তি

    উপজেলা নির্বাহী অফিসের চাকরির বিজ্ঞপ্তি 2024 উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই উপজেলা নির্বাহী অফিস সার্কুলার 2024 এর মাধ্যমে 03 টি পদের জন্য মোট 04 জনকে নিয়োগ দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিস নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 নভেম্বর 2024। আগ্রহী যোগ্য প্রার্থীরা উপজেলা নির্বাহী অফিসের চাকরির আবেদনপত্র…

  • বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বিসিপিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বিসিপিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 03 টি ক্যাটাগরির পদের জন্য মোট 15 জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীরা তাদের BCPCL চাকরির আবেদন ফর্ম http://career.bcpcl.org.bd এ অনলাইনে জমা দিতে পারেন৷ বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বিসিপিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি মোট পোস্ট বিভাগ মোট শূন্যপদ 03 15 BCPCL চাকরির পদের নাম এবং শূন্যপদের বিবরণ এসএল পোস্টের…

  • বাংলাদেশের প্রেক্ষিতে পেশা সমূহ

    পেশা বলতে বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপূন্য, মূল্যবোধ, বিশেষ নীতি ও বৈশিষ্ট্যসম্পন্ন বৃত্তিকে বোঝায়, যা সাধারণত জনকল্যাণমুখী এবং পেশাগত সংগঠন মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। Careers in Bangladesh   বাংলাদেশে স্বাস্থ্যসেবা এবং প্রকৌশলের ক্ষেত্রের চাকরিগুলোতে অনেক বেশি উপার্জন করার সুযোগ থাকায় পেশা হিসেবে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের কদর সব সময়ই অনেক বেশি হয়ে…

  • বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

    BASB চাকরির সার্কুলার 2024 বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.basb.gov.bd প্রকাশ করেছে। বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি BASB চাকরির মোট শূন্যপদ মোট পোস্ট বিভাগ মোট শূন্যপদ 02 05 BASB চাকরির পদের নাম ও শূন্যপদ বিবরণ এসএল পোস্টের নাম শূন্যপদ বেতন/গ্রেড 1 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 01 10,200-24,680 টাকা 2 কেরানি (ইউডিএ)…

Leave a Reply