বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আইন উপদেষ্টা নিয়োগ ও প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
  • পদের নাম: আইন উপদেষ্টা
    যোগ্যতা: আইন উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য প্রার্থীকে কমপক্ষে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত আইনজীবী হতে হবে এবং হাইকোর্ট বিভাগে ন্যূনতম ২০ বছরের মামলা পরিচালনাসহ প্রশাসনিক আদালতে মামলা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে উচ্চ আদালত অথবা জেলা আদালতে বিচারক হিসেবে কাজ করে অবসরে গিয়েছেন এবং বর্তমানে প্র্যাকটিস করছেন তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
    সম্মানী: বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত মাসিক সম্মানী (সরকার নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স কর্তনপূর্বক) প্রদান করা হবে। মামলা পরিচালনা, আইনগত মতামত, লিগ্যাল নোটিশসহ অন্যান্য আইনগত কাজের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি দেওয়া হবে।
  • পদের নাম: প্যানেল আইনজীবী
    যোগ্যতা: প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রার্থীকে কমপক্ষে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চ আদালত অথবা জেলা আদালতে বিচারক হিসেবে কাজ করে অবসরে গেছেন এবং বর্তমানে প্র্যাকটিস করছেন তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
    সম্মানী: মামলা পরিচালনা, আইনগত মতামত, লিগ্যাল নোটিশসহ অন্যান্য আইনগত কাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে ফি (সরকার নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স কর্তনপূর্বক) প্রদান করা হবে।

BOU job circular

অন্যান্য যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বাউবির আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

যেভাবে আবেদন
আবেদনকারীকে বাউবির নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদের কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটের কপি, বার কাউন্সিলের সনদ, বার কাউন্সিল কর্তৃক সব পেশাগত সনদসহ সব সনদের কপি জমা দিতে হবে। অন্য এক বা একাধিক প্রতিষ্ঠানের তালিকাভুক্ত আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হয়ে থাকলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানাসহ কার্যকালের বিস্তারিত বিবরণ দিতে হবে। আবেদন ফরম ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদন ফি
আবেদনকারীকে রেজিস্ট্রার, বাউবির অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ নভেম্বর, ২০২৪।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Close
FREELANCE
JOBS
Business
Entrepreneur
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact