কারিতাস নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে টেকনিক্যাল স্পেশালিস্ট–জেন্ডার অ্যান্ড ইনক্লুশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

কারিতাস নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট–জেন্ডার অ্যান্ড ইনক্লুশন

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজ/সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সম পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ও টিম ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ রিপোর্ট রাইটিং ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া hr.erp@caritasbd.org ঠিকানায় কভার লেটারসহ সিভি মেইল করেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। কারিগরি সহযোগিতায় ০১৭৫৫৫১৮৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৫।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *