কিভাবে নেবেন চাকরির প্রস্তুতি

চাকরির প্রস্তুতি নেওয়ার সময় পড়াশোন শেষ করে নয় বরং আগে থেকেই চাকরির জন্য নিজেকে তৈরি করা বুদ্ধিমানের কাজ।
আজকাল সরকারী বে-সরকারী সকল চাকুরীতেই প্রচুর কম্পিটিশন হয়।

job preparation tips

job preparation tips
job preparation tips

সাধারণত প্রার্থি বাছাইয়ের ক্ষেত্রে এমসিকিউ, লিখিত এবং ভাইভা হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে এর যে কোন একটি দিতে হয়। যেমন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জন্য শুধু ভাইভা দিতে হয়। যদিও কোন কোন বিশ্ববিদ্যালয়ে এখন লিখিত পরিক্ষা নেওয়া হচ্ছে। যেভাবেই মূল্যায়ন করা হোক না কেন, এর জন্য আপনার ভালো প্রস্তুতি থাকতে হবে।

সরকারি চাকরি:
সাবাই জানে আজকাল সরকারী চাকুরী সোনার হরিণ। প্রতি বছর যদি ৫ লক্ষ্য চাকুরী প্রার্থি থাকে তাদের মধ্যে ৪ লক্ষ্য নিরানব্বেই হাজার জনই সরকারী চাকুরী চায়। আর সরকারী চাকুরীর কোটাও সবমিলিয়ে ১০ হাজারের মত। সুতারাং চিন্তা করে দেখুন এটা কত টাফ। আবার এর মধ্যে টাকা পয়সা ও নানা রকম কোটা ত আছেই। তাই এর জন্য চাই কমপক্ষে ৩ বছর মেয়াদি লং প্লান। আর থাকতে হবে অপরিসীম ধৈরয। সাথে দৈনিক কমপক্ষে ১২ ঘন্টা পড়াশোনা করার অভ্যাস। তাহলেই বিসিএসসহ যেকোন চাকুরী আপনার হাতে ধরা দেবে। তবে শেষ কথা হল ভাগ্যেও থাকতে হবে।

বিসিএস প্রস্তুতি:
পূর্ববর্তী বিসিএস পরিক্ষার প্রশ্নমালা সংগ্রহ করুন। আপনি বিভিন্ন সময়ের প্রশ্নমালা সংগ্রহ করে একটি প্রশ্ন ব্যাংক বানাতে পারেন।
উক্ত প্রশ্ন ব্যাংক থেকে ধারণা নিয়ে নিজেই নিজের জন্য প্রশ্নমালা তৈরি করুন এবং উত্তর লেখার চেষ্ঠা করুন।

এর পর নিজেই নিজের উত্তরমালা দেখে মার্কিং করুন। এইভাবে প্রশ্নমালা তৈরি করুন এবং উত্তর লেখার চর্চার মাধ্যমে বিসিএস পরিক্ষার প্রস্ততি নিতে পারেন।

ব্যাংক প্রস্তুতি:
আজকাল বাংলাদেশে অনেক ব্যাংক সৃষ্টি হয়েছে। ফলে ব্যাংক গুলো পরিচালনার জন্য অনেক জনবল নিয়োগ করতে হচ্ছে। তাই চাকুরী প্রার্থিদের জন্য এটা একটি ভালো ক্ষেত্র হিসেবে দেখা দিয়েছে। এক্ষেত্রে দু’ধরনের ব্যাংক রয়েছে। একটি হচ্ছে ইসলামিক ব্যাংকিং অন্যটি হল, কনভেনশনাল ব্যাংকিং। অনেকে রয়েছেন ইসলামি ব্যাংক ছাড়া চাকুরি করবেন না, তাদের জন্য বাংলা, ইংরেজী, সাধারণ জ্ঞানের পাশাপাশি ইসলামিক জ্ঞানও থাকতে হবে।

শিক্ষক নিয়োগ:
শিক্ষক হওয়া অনেকের স্বপ্ন। তবে যারা ভালো ছাত্র ও অন্যাকে কিছু শেখাতে আগ্রহি তাদের জন্য এ পেশায় আসা ভালো। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য খুবই ভালো রেজাল্ট থাকতে হয়। আজকাল অবশ্য লবিংও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। সরকারী মেডিকেল কলেজ ও অন্যান্য সরকারী কলেজে বিসিএস এর মাধ্যমে শিক্ষক নেওয়া হয়। সরকারী হাই স্কুল গুলোতে আলাদা পরিক্ষার মাধ্যমে শিক্ষক নেওয়া হয়। সরকারী প্রাইমারি স্কুল গুলোতে আলাদা প্রাইমারি স্কুল পরিক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এছাড়া বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরির জন্য নিবন্ধন দিতে হয়।

বিদেশে চাকরি:
বাংলাদেশে চাকরি পাওয়ার চেয়ে বিদেশে চাকরি পাওয়া সহজ। কিন্তু বিদেশে যাওয়ার জন্য ভিসা পাওয়াটাই মূলত কঠিন। আবার তার জন্য কঠিন নয় যার প্রয়োজন অনুযায়ী নুন্যতম যোগ্যতা ও টাকা আছে। সুতরাং যার এ দুই একসাথে থাকে, তার জন্য দেশে চাকরির জন্য সময় নস্ট না করে বিদেশে যাওয়াই ভালো।

বিদেশে পড়াশোনা ও জব:
অনেকেই বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব করে। বিদেশে জব ভিসা নিয়ে যাওয়র চেয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া সহজ। তবে মিনিমাম যোগ্যতা ও কমপক্ষে এক বছরের শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নিয়ে যেতে হয়। যদি এ দুটি থাকে তবে বিদেশই হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো গন্তব্য। কারণ দেশে পড়াশোনা করে চাকরি পাওয়া যাবে তার কোন গ্যারান্টি নেই। অন্যথায় বিদেশে পড়াশোনা অবস্থায়ই চাকরি পাওয়া যায়। পড়াশোনা শেষে আবার সেটা অভিজ্ঞতা হিসেবে কাজে লাগে।

Similar Posts

  • কিভাবে ক্যারিয়ার নির্বাচন করবেন

    ক্যারিয়ার নির্বাচন একটি ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এটি তাদের কর্মজীবনের পছন্দের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেয় তার একটি সংখ্যাকে প্রভাবিত করে। একটি বিষয়, একটি বিশ্ববিদ্যালয়, একটি প্রতিষ্ঠান, একটি কোম্পানি, একটি চাকরির প্রোফাইল বেছে নেওয়া ক্যারিয়ারের উপর নির্ভর করে। Career Selection ক্যারিয়ার বেছে নেওয়া আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি জীবিকা নির্বাহের জন্য কী

  • জব সিভি ফরমেট

    একটি সিভি বা বায়োডাটা তৈরি করার কোন বাঁধাধরা নিয়ম নেই কিন্তু পৃথিবীতে কি কি লিখতে হবে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যেভাবে বানাবেন সেই বায়োডাটা দেখে আপনার সম্বন্ধে জানা এবং বোঝা যাবে আর যদি আপনি কোন জব ইন্টারভিউ এর জন্য আপনার সিভি তৈরি করছেন তাহলে পৃথিবীতে যদি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো লেখা না থাকে তাহলে

  • ডাক্তারি পেশা

    মহৎ পেশা হিসাবে যে বিষয়গুলো অতি প্রাচীন কাল থেকেই গণ্য, চিকিৎসা পেশা সেগুলোর মধ্যে অন্যতম। তাইতো এই একবিংশ শতাব্দিতে এসেও চিকিৎসা পেশাকে বলা হচ্ছে ‘The most noble profession of the world’. তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই পেশায় সৎ থেকে বিপুল অর্থ উপার্জনের সুযোগ রয়েছে যা তাকে নিজস্ব আর্থিক স্বচ্ছলতা আনয়নের পাশাপাশি সমাজের দুঃখ ও

  • মেডিকেল অফিসারের কাজ কি কি ?

    মেডিকেল অফিসাররা স্বাস্থ্য সমস্যা এবং রোগ নিয়ন্ত্রণের উপদেষ্টা হিসাবে কাজ করে, চিকিৎসা সহায়তা প্রদান করে, অসঙ্গতি আবিষ্কার করে এবং সমস্যাগুলি তদন্ত করে। মেডিকেল অফিসার কে? মেডিকেল অফিসার বলতে একজন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত চিকিৎসককে বোঝানো হয়, যিনি চিকিৎসা সেবা, রোগ নির্ণয়, ওষুধ প্রদান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। বাংলাদেশে সাধারণত এমবিবিএস (MBBS) ডিগ্রি

  • Data Entry Operator | ডাটা এন্ট্রি অপারেটর

    ডাটা এন্ট্রি হচ্ছে কোন তথ্য লিপিবদ্ধ করা বা সংরক্ষন করা। বিস্তার র্অথে ডাটা এন্ট্রি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোন ডাটা একটি স্থান বা প্রোগ্রাম থেকে অন্য একটি স্থানে বা প্রোগ্রামে প্রতিলিপি করাকে ডাটা এন্ট্রি বলে। ডাটা গুলো হতে পারে পিডিএফ থেকে ওয়ার্ড বা ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করা, কোন ফাইল ডাউনলোড করা, হাতে লেখা কোন

  • বাংলাদেশের উচ্চ বেতনের চাকরি সমূহ

    বাংলাদেশে স্বাস্থ্যসেবা এবং প্রকৌশল ক্ষেত্রের চাকরিগুলোতে অনেক বেশি উপার্জন করার সুযোগ থাকায় পেশা হিসেবে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের কদর সব সময়ই অনেক বেশি হয়ে আসছে।এর পর রয়েছে প্রযুক্তি খাতের চাকরি। আধুনিক পৃথিবীতে বেশি বেতনের চাকরি মানেই প্রযুক্তি খাতের কদর। গত দশকে এই ধরনের চাকরির ক্ষেত্র যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রত্যাশীদের আগ্রহ। Highest paying jobs in Bangladesh

Leave a Reply