কিভাবে অনলাইন জিডি করবেন
জিডি এবং হারানো ও পাওয়ার এই পরিসেবাকে অনলাইনের আওতায় আনা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। যেকোন স্থান থেকে জিডির জন্য অনলাইনে আবেদন করে চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়া যাবে সহজেই।
Online GD কি
কোনো কিছু হারালে কিংবা জীবন ও সম্পদের ক্ষতির আশঙ্কা থেকে নাগরিকরা থানা পুলিশের দ্বারস্থ হন। এক্ষেত্রে পুলিশকে সাধারণভাবে তথ্য জানানোর মাধ্যম হচ্ছে সাধারণ ডায়েরি বা জিডি।
একই সঙ্গে হারানো জিনিস ফিরে পাওয়ার পর সেটা মালিককে ফেরত দেওয়ার আইনি প্রক্রিয়াও পুলিশ দেখভাল করে।
Online GD – কেন করবেন ?
-যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়
-নাগরিক সেবা নিশ্চিত হয়
-নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ করা
-কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়
-কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়
-কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়
Online GD – করতে কি কি লাগে ?
-আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর
-আপনার সচল মোবাইল নম্বর
-আপনার জন্ম তারিখ
Online GD – আবেদনের নিয়মাবলী
মাত্র তিন ধাপে সম্পন্ন হবে ডিজিটাল জিডি, অনলাইনে জি ডি সার্টিফিকেট ডাউনলোড করুন , জেনে নিন জিডির সর্বশেষ অবস্থা ।
প্রথম ধাপ:
-আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ,মোবাইল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন
-আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএস এর মাধ্যমে একটি কোড আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে ।
-ঐ কোডটি আপনি পরবর্তীতে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইল নম্বরটিই হবে আপনার ইউজার নেইম।
দ্বিতীয় ধাপ:
-নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।
-জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন
-কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন
তৃতীয় ধাপ:
-আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন
-জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন
-আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
Online GD – অনলাইন এ জিডি করতে এখানে ক্লিক করুন
বর্তমানে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইন এর মাধ্যমে করা যাচ্ছে ।