রবি মোবাইল নাম্বার চেক
অনেক সময় ফোন নাম্বার জানার প্রয়োজন হয়ে পরে। একটি সংক্ষিপ্ত কোড ডায়াল করে ফোন নাম্বার চেক করা যায়।রবি সিম এর নাম্বার ও খুব সহজে জেনে নেয়া যায়।
Robi number check
ইউএসএসডি কোড ডায়াল করে প্রতিটি ব্যক্তি সহজেই নিজের নাম্বার দেখতে পারে।রবি গ্রাহকরা নিচের কোডগুলো ডায়াল করে নিজের নাম্বার দেখে নিতে পারেন।
রবি নাম্বার দেখতে ডায়াল করুন *2# অথবা *140 *2 *4#।
এছাড়া ও আরো কিছু বিষয় মাঝে মধ্যে জানার প্রয়োজন হয়ে পরে, যেমন ব্যালেন্স, মিনিট, এসএমএস, এমএমএস, ইন্টারনেট ইত্যাদি। ইউএসএসডি কোড ডায়াল করে আপনি সহজে এইসব বিষয় জেনে নিতে পারেন।
নম্বর চেক: *2# অথবা *140 *2 *4#
ব্যালেন্স চেক: *222#
ইন্টারনেট ব্যালেন্স চেক: *8444 *88# অথবা *222 *81#
প্যাকেজ চেক: *140 *14#
মিনিট চেক: *222 *3#
এসএমএস চেক: *222 *11#
এমএমএস ব্যালেন্স চেক: *222 *13#
(ON) মিস কল অ্যালার্ট: ON লিখে পাঠান 8272 নম্বরে
(বন্ধ) মিস ক্যাল অ্যালার্ট: অফ টাইপ করুন এবং 8272 এ পাঠান
কল সেন্টার নম্বর: 121